হরে কৃষ্ণ আমার প্রিয় গুরু মহারাজ। আপনার শ্রী চরণে আমার শতকোটি প্রণাম।
আপনাকে দর্শন করলেই আমার আপনার একটা গান খুব মনে পড়ে যায়। আনন্দের সীমা নেই নিরানন্দ দূরে যায়। আপনাকে দেখে বোঝা যায় সত্যিই ভগবৎ ভক্তিতে আনন্দের সীমা নেই। হে গুরুদেব আপনার দর্শন মাত্র সব কিছু পবিত্র হয়ে যায়। দর্শনে পবিত্র করো এই তোমার গুন। আমার মত পতিতকে উদ্ধারের জন্য আপনাকে এই জরোজগতে আসতে হয়। কিন্তু আমি এতই অধম সব জেনে শুনে পাপের পর পাপ করেই যাচ্ছি। আপনার কাছে আমার প্রার্থনা আমার যেনো শুভ বুদ্ধির উদয় হয়, হরি নাম জপে মন বসে। আজও আপনি প্রভুপাদ এর প্রতিটা আদেশ মেনে সেবা করে যাচ্ছেন। আশীর্বাদ করুন আমিও যেনো সেই ভাবে আপনার সেবা করতে পারি। কৃপাপূর্বক এবারে আমাকে আপনার চরণে ঠাই দিন। আমি আপনার শিষ্য হবার জন্য প্রার্থনা করছি।
আমি জেনে শুনে আপনার শ্রী চরণে অনেক অপরাধ করেছি, যা ক্ষমাহীন। কিন্তু আপনি দয়ার সাগর। তাই কৃপা পূর্বক অবোধ শিশু মনে করে আপনার দাসকে ক্ষমা করে দিন।
হরে কৃষ্ণ
আপনার শিষ্য হবার আশাপ্রার্থী
অরিন্দম