Vyāsa-pūjā 2023
প্রিয় গুরু মহারাজ
কৃপা পূর্বক আপনার শ্রীচরণ কমলে আমার এবং আমার পরিবারের এবং এলাকার ভক্তগণের তরফ থেকে সশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন। কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল প্রভুপাদের জয় হোক। পতিত পাবন গুরু মহারাজ আপনার জয় হোক। আপনার শুভ ৭৪ তম ব্যাসপূজা মহোৎসব জয়যুক্ত হোক। এই ব্যাসপূজায় আপনার শ্রীচরণ কমলে সশ্রদ্ধ কোটি প্রণাম নিবেদন করি।
গুরু মহারাজ আপনি করুনার সাগর। আপনার করুণা আমার এবং আমার পরিবারের প্রতি সর্বক্ষণ বর্ষিত হচ্ছে যা আমি খানিকটা হলেও উপলব্ধি করছি। কারণ বিভিন্ন রকম প্রতিবন্ধকতা ও জটিল সমস্যা গুলি সামনে এলেও আপনার শুধুমাত্র নাম নেওয়া মাত্রই সেসব সমস্যা গুলি ধুলিস্যাৎ হয়ে যায়। তাই সেই সমস্যা গুলি তেমন আমাদের প্রভাবিত করতে পারেনা। যাইহোক প্রতিদিনের শ্রী গৌরাঙ্গ গ্রন্থ সংকলন ও বিভিন্ন প্রবচন আমাদের সর্বদা পুষ্ট করছে। আপনি পতিত পাবন তাই আমার মত পাতিতদের দর্শন দেওয়ার জন্য হলদিয়া ও কালিনগরে এসেছিলেন । আমরা আপনার সামনাসামনি দর্শনের সৌভাগ্য লাভ করেছি এবং কিছু সেবার সুযোগ লাভ করেছি। আমার স্ত্রীকে আপনি স্বস্তি বলে ডাকেন সেও কিছু বছর আগে মুম্বাই মিরারোড ভক্তিবেদান্ত হাসপাতালে আপনার প্রত্যক্ষ সেবায় নিযুক্ত ছিল।
আমরা সকল ভক্ত যাতে মিলেমিশে ভক্তি জীবন করতে পারি এবং প্রথমে আপনার সঙ্গে সুসম্পর্ক ও কৃষ্ণের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তার জন্য আপনি সর্বদা কৃপা আশীর্বাদ প্রদান করবেন।
যাইহোক ভগবানের চরণে নিবেদন তিনি যেন আপনাকে সুদীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য শরীর প্রদান করেন যাতে সরাসরি আপনার কৃপা আশীর্বাদ পেতে পারি এবং আপনাকে দেওয়া দীক্ষার সময় যে প্রতিজ্ঞা তা যেন পূরণ করতে পারি, এটাই আমার প্রার্থনা।
আপনার অধম ও নগণ্য সেবক, সেবিকা
অমল গৌর নিতাই দাস (দীক্ষা শিষ্য)।
শুভাঙ্গী জাহ্নবা দেবী দাসী (স্বস্তি)
(মনোহরপুর, এগরা, পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গ)