হরে কৃষ্ণ গুরু মহারাজ, আপনার শ্রীচরণকমলে আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন।
ওহে গুরুদেব, শ্রীল জয়পতাকা স্বামী
পুষ্ট কর ভক্তিলতা বীজ, তব চরণে নমি।
প্রতি জন্মে করি আশা চরনের ধূলি,
তব হুঙ্কারে ভীত হয় মন্দ ভাগ্য কলি।
দুবাহু তুলিয়া তুমি গৌরাঙ্গ নিত্যানন্দ বলিলে,
পাপি তাপীর হৃদয় ভাসে প্রেম অমৃত সলিলে।
চলন্ত মন্দির তুমি, গিয়া বিলাও প্রেম ধন
তাইতো প্রভুপাদ বলেন তোমায় গৌর ধন জন।
অহৈতুকি করুনার আধার, নিতাই কৃপা প্রদাইনে
নিয়োজিত করো মোরে প্রেম ভক্তির আস্বাদনে।
শব্দ নাই , ছন্দ নাই , নাই মোর ভক্তি
ভরসা শুধুই তুমি, তুমিই মোর শক্তি।
অপরাধ ক্ষমা করো, পিতা হে আমার
এই নিবেদন শুনে, রাখো কৃপার দৃষ্টি তোমার।
পারমার্থিক কন্যা বলিয়া নিয়েছ পাপ রাশি রাশি
তব শ্রীচরণে সদা ঠাঁই চায় সুদেবী ব্রজসেবিনী দেবী দাসী।।
শুভ ব্যাস পূজার এই ছোটো নিবেদন গ্রহণ করুন এবং লেখাতে কোনো ভুল হলে কৃপা করে আমাকে ক্ষমা করবেন।
আপনার অযোগ্য কন্যা,
সুদেবী ব্রজসেবিনী দেবী দাসী