Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

রাঘব কীর্তন দাস (Rāghava Kīrtana Dāsa) (Mayapur - India)

হে পরমারাধ্য গুরুমহারাজ,

আমার সশ্রদ্ধ দন্ডবৎ প্রণতি গ্রহণ করুন। ব্যাসপূজা মহোৎসবের এই শুভ ক্ষণের প্রতীক্ষা অত্যন্ত আনন্দদায়ক যখন সম্পূর্ণ বছরের মধ্যে অল্প কিছু সময় আপনার গুণকীর্তন করতে পারব। আপনি সর্বদাই আপনার গুরুদেব শ্রীল প্রভুপাদের গুণকীর্তনে মগ্ন থাকেন। কিন্তু আমি এতটাই অধঃপতিত যে আপনার গুণকীর্তন করার বা শ্রবণ করার কোনই প্রয়াস করি না। তবে ব্যসপূজা সেই সুযোগটি দান করে যখন আমি আমার প্রিয়তম গুরুভ্রাতাদের কাছে আপনার গুণমহিমা শ্রবণ করে আপনার প্রতি কিছুটা আসক্তি লাভ করতে পারি

হে পতিতপাবন,

আপনি পতিতদের উদ্ধারের নিমিত্তে প্রতিনিয়ত নতুন নতুন পন্থা আবিষ্কার করছেন। মহাপ্রভু যেমন মায়ামৃগদের পেছনে ধাবিত হয়ে তাদের উদ্ধার করার অবতীর্ণ হন তেমনি আপনিও নিত্যানন্দ প্রভুর করুণা সমস্ত জীবের মাঝে বিতরণে করার জন্য আবির্ভূত হয়েছেন। আদিবাসী থেকে শুরু করে সমস্ত বঞ্চিত ব্যক্তিরাও আপনার করুণা প্রাপ্ত হচ্ছেন। আমার মত এক অধঃপতিত ব্যক্তিকেও আপনি করুণা করে চরণে স্থান দিয়েছেন

হে বিশ্বপরিভ্রাজক,

আপনি অনবরত শত প্রতিবন্ধকতার মধ্যেও বিশ্বব্যাপী ভ্রমণ করে চলেছেন কৃষ্ণভক্তি বিতরণের নিমিত্তে। আমাদের সাধারণ জ্বর বা সর্দি কাশি হলে আমাদের আর কোন প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছা করে না কিন্তু আপনি অত্যন্ত ভঙ্গুর দেহ নিয়েও নিরন্তর ভ্রমণ করছেন। করোনা কালে যখন সবার ভ্রমণ স্তবির হয়ে পড়ে তখন আপনি জুমের মাধ্যমে প্রতিটি শিষ্য শুভাকাঙ্খির বাসায়, প্রতিটি মন্দিরে ভ্রমণ করেছেন। আপনি দেখিয়েছেন কিভাবে সমস্ত সমস্যাকে সুযোগে রূপান্তরিত করে প্রচার করতে হয়। আমাকে কৃপা করবেন যেন সবসময় আপনাকে প্রচার কার্যে সাহায্য করতে পারি

হে চৈতন্য পার্ষদ,

শ্রীল প্রভুপাদ আপনাকে মহাপ্রভুর পার্ষদরূপে ঘোষণা করেছেন।গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরভজনটির মূর্ত প্রতীক হচ্ছেন আপনি। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুর গুণ মহিমা কীর্তন করতে করতে আপনি মাতালের মত হুংকার করেন। প্রতিদিন মহাপ্রভুর লীলা শ্রবণ এবং কীর্তন না করে আপনি কখনো নিদ্রাযাপনও করতে পারেন না। গভীর রাত্রে মহাপ্রভুর লীলা অধ্যয়ন করতে করতে আপনার চক্ষুদ্বয় দিয়ে অবিরত অশ্রু নির্গত হয়। আপনার গৌরাঙ্গ গ্রন্থটি সকলকে মহাপ্রভুর প্রতি আকৃষ্ট করেছে। আমরা সকলেইশ্রীকৃষ্ণচৈতন্যগ্রন্থটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মহাপ্রভুর আচার বিচার অধ্যয়ন করে যেন বৈষ্ণবদের পদাঙ্ক অনুসরণ করতে পারি

হে প্রভুপাদ প্রিয় সেবক,

আপনি শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী অধ্যায়নে সকলকে উৎসাহিত করার জন্য নিজে পরম ভাগবত হওয়া সত্ত্বেও ভক্তিবৈভব, ভক্তিবেদান্ত আদি কোর্সগুলি নিষ্ঠা সহকারে সম্পন্ন করছেন। প্রভুপাদের সমস্ত গ্রন্থ বারংবার শ্রবণে আপনি অত্যন্ত ঐকান্তিক। আমায় কৃপা করবেন যেন প্রভুপাদের গ্রন্থসমূহ পূর্ণ মনোযোগ সহকারে অধ্যয়ন করে প্রভুপাদের মনোভিলাষ জেনে সেবা করতে পারি

হে ভক্তসেবার মূর্তপ্রতীক,

ভক্তদের যত্নগ্রহণের গুরুদায়িত্ব আপনি গ্রহণ করেছেন। শুধুমাত্র শিষ্যদের নয়, সমগ্র ইসকন ভক্তদের যত্নগ্রহণে আপনি খুব উদার। আমার মন সংকীর্ণ গন্ডির মধ্যেই বিচরণ করতে থাকে, তাই ভক্তদের গুণগ্রাহী হওয়ার বদলে তাদের দোষগুলোই আমি খুজে বের করতে থাকে। গুরুমহারাজ আমায় কৃপা করুন যেন সকল সময়ে ভক্তদের থেকে সেবা নেয়ার বদলে ভক্তদের সেবা করার জন্য জীবন উৎসর্গ করতে পারি

হে বিশ্ববরেণ্য সন্ন্যাসী,

আপনি অতি অল্প বয়সেই শ্রীল প্রভুপাদের আদেশে সংসার ত্যাগ করে সন্ন্যাস আ্রশ্রম গ্রহণ করেন। আপনি আপনার পুরো জীবনকে প্রভুপাদের সেবায় সফলভাবে নিয়োগ করেছেন। আপনি ঠিক একটি স্তম্ভের মত ইসকন পরিবারকে আগলে রেখেছেন। আমায় কৃপা করবেন যেন মায়ার প্রলোভনে, বিষয়ের টানে যেন ভক্তিকে কখনো ছেড়ে না দিই এবং পূর্ণরূপে যেন মহাপ্রভুর মিশনে সেবা করতে করতে দেহপাত করতে পারি

 

আপনার অযোগ্য দাস

রাঘব কীর্তন দাস

৭৪ তম ব্যসপূজা মহোৎসব ২০২৩