Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

মধুস্মিতা বিশাখা দেবী দাসী (Madhusmitā Viśākhā DD) (Mayapur - India)

ব্যাসপূজার শ্রদ্ধাঞ্জলি

 

 

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে

নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে

 

 

কৃপা কর গুরুদের কৃপা কর মোরে। 

তুমি না করিলে কৃপা কি হবে গতি এই অধমের।

আমি এক নরাধম অতি অকিঞ্চন। 

নাহি জানি ভক্তি শ্রদ্ধা ভজন সাধন।

প্রার্থনা করি সদা পাই যেন সাধুসঙ্গ। 

তব কৃপা বিনা কিভাবে উদ্ধারিব এই সংসার তরঙ্গ।

কত পাপ করি আমি প্রতি ক্ষনে ক্ষনে

মাগে ভিক্ষা এই অধম পায় যেন ঠাঁই তব শ্রীচরণে।

তুমি তো অন্তর্যামী ওহে গুরুদেব। 

ধৈর্য দাও দমিতে পারি যেন ছয়বেগ।। 

আশীর্বাদ কর মোরে করিতে পারি প্রচার গৌরাঙ্গের বানী

যেখানেই থাকি যেন তোমার চরণদ্বয় সদা হৃদে নমি।

 

আপনার অধম কন্যা 

মধুস্মিতা বিশাখা দেবী দাসী (দীক্ষা),

মায়াপুর, ভারত