Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

পুষ্পারানী রাধিকা দেবী দাসী (Puṣpārāṇī Rādhikā Devī Dāsī) (Murshidabad - India)

হরে কৃষ্ণ প্রিয় গুরু মহারাজ,

আপনার শ্রী চরণে শতকোটি বিনম্র প্রণতি নিবেদন করি। ৭৪ তম ব্যাস পূজার অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। ব্যাস পূজার এই ছোট্ট নিবেদন আমি গত বছর লিখে ছিলাম, কিন্তু সময় পার হয়ে যাওয়ার দরুন আমি সেটা পাঠাতে পারিনি। তাই পুনরায় আমি এই নিবেদন আপনাকে পাঠাচ্ছি কবিতা আকারে। 

 

"ভুলে ছিলাম নিজ                আসল স্বরূপ

চিনিনু তব কৃপা বলে

কি হবে পরের গতি             জানি না তো আমি

(যদি)পড়ি মায়ার কোলে ঢোলে।

চপল সুখ লাগি।                     পুনরায় যদি

আরেক মায়ের গর্ভে যায়

জন্ম -মৃত্যু চক্রে                   পড়িয়া বিপাকে

না দেখি বাঁচার উপায়।

তব চরণে ধরি                   প্রার্থনা এই করি

এবারে লও করে নিজের

জন্মে জন্মে তব                       চরণ সেবিব

প্রয়োজন আর বাকি কিসের?

তোমার স্বরূপে                    কি যে পেয়েছি

কীভাবে করি তা ব্যক্ত?

তব কৃপা হলে                     বুঝবে সকলে

গুরু তত্ত্বের মাহাত্ম্য।

দেহগত সব উপাধি             যদি হয় বিপত্তি

সেসব নিয়ে কি কাজ?

তব কৃপা হলে                    মিথ্যা অহংকার ভুলে

হব দাসানুদাস।

তব চরণের ঠাঁই                  আমি যেন পায়

এই প্রার্থনায় মাগি

পূরবীর হৃদয়                   হয়েছে বজ্রপ্রায়

ক্ষনিকের বিস্মৃতি লাগি

বিস্মৃতির আড়ালে           না যায় হারিয়ে

মম প্রার্থনা এই

রক্ষা করো                       প্রতিবারের মত

আবারো নিবেদন সেই।।"

 

কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে নিজ গুনে ক্ষমা করে দেবেন গুরুমহারাজ

 

আপনার অধম কন্যা

পুষ্পারানী রাধিকা দেবী দাসী ( দীক্ষা)

মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত