Vyāsa-pūjā 2023
নমঃ ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামী ইতি নামিনে
নমঃ আচার্যপাদায় নিতাইকৃপাপ্রদায়িনে
গৌরকথা ধামদায় নগরগ্ৰামতারিনে।।
হে গুরুদেব আপনার চরণকমলে আমার সশ্রদ্ধ কোটি প্রণতি ..
কৃপা করে গ্রহণ করুন আপনার এই অধম কন্যার আকুতি..
গুরু মহারাজের গুনাহ মহিমা বর্ণনা করার কোন যোগ্যতাই আমার নেই আমি গুরু মহারাজের এক অধম কন্যা গুরু মহারাজের ব্যাস পূজা উপলক্ষে গুরু মহারাজের কৃপায় কিছু লেখার সুযোগ পেয়েছি। তথাপি ,আমার পরম আরাধ্য গুরুমহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপার ফলেই আজ এই মহৎ সেবায় অংশীদারি হওয়ার অভিলাষ করেছি।
গুরুদেব ও তার কন্যার সম্পর্ক অত্যন্ত সুগভীর।যেটা আমরা জড় চক্ষু দিয়ে দেখতে পারব না।কিন্তু , আমার গুরুমহারাজ আমাকে তা বারবার বুঝিয়ে দেন। আমি ওনার কৃপাতে এটুকু বুঝতে পেরেছি যে গুরুমহারাজই এমন একজন যে সবসময় আমাকে আমার সাথে ভগবানের সম্পর্ক কে মনে করিয়ে দেয়।
দিনটা ছিল ৭.৭.২২, বৃহস্পতিবার, রথযাত্রা।গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের সামনে গুরু মহারাজ আমাকে নতুন জন্ম দিয়েছিলেন।ওই দিনটা এখনো আমার চোখের সামনে ভেসে ওঠে।আর মালা দেওয়ার আগে গুরু মহারাজের আমাদের তার সন্তান হিসাবে গ্ৰহনের সেই চিরন্তন সত্য বানী সেদিন আমাদের সকলের অন্তরাত্মাকে নাড়া দিয়েছিল। বাবা তো পতিত পাবন তাই আমার মতো এক পতিত কে নিজের সন্তান হিসাবে গ্ৰহন করেছেন। কখনো কোনো ইচ্ছে কে অপূর্ণ রাখেননি। একটা একটা করে সব পূরন করে চলেছেন।
আমার গুরুদেব এমন ই যিনি শারীরিকভাবে জড়জাগতিক নানান যন্ত্রনার মধ্যে থেকেও গুরু মহারাজ তার গুরুদেবের আদেশ পালন করে চলেছেন। নিত্য দিন আমাদের নতুন নতুন শিক্ষা দিয়ে যাচ্ছেন আমরা কিরকম আচরন করব, কীভাবে ভক্তি করব সব উনি আমাদের এখনো হাতে ধরে বুঝিয়ে দিচ্ছেন।ভক্তি বৈভব কোর্স করছেন।নিজে আচরন করে আমাদের শিক্ষা দিচ্ছেন। গুরু মহারাজ জুমের মাধ্যমে তার প্রত্যেক শিষ্যের বাড়ি বাড়ি গিয়ে আশির্বাদ দিচ্ছেন।
হে গুরুদেব তব শ্রীচরনে মোর এই নিবেদন।
মো যেন সদা রহি তব সেবা লাগি সচেতন।।
গুরু আজ্ঞা পালনে সর্বদা যেন সচ্ছ।
তাইতো শরীরের যাতনাকে করেছো তুচ্ছ।।
চৈতন্য মহাপ্রভুর নিত্য পার্ষদ রূপে।
হরিনাম বিলাইলে প্রতি নগর গ্ৰামে ।।
তুমিই আমার কল্পবৃক্ষ তুমিই আমার একমাত্র সম্বল।
তব কৃপা বিনা নাহি অন্য বল।।
ওহে মোর গুরুদেব তব শ্রীচরন পদ্ম।
সেবি যেন আমি জনম জনম।।
আপনার অধম কন্যা,
নন্দপ্রিয়া সুমুখী দেবী দাসী
মদনপুর, বাঁকুড়া