Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

দেবপূজিতা কেশবি দেবী দাসী (Devapūjitā Keśavī DD) (Mayapur - India)

হরে কৃষ্ণ আমার প্রিয় আধ্যাত্মিক পিতা,

কৃপা করে আপনার শ্রীপাদপদ্মে আমার স্বশ্রদ্ধ প্রণতি গ্রহণ করুন

 

আমি আপনার কাছে প্রতিমুহূর্তে ঋণী এবং ভগবানের অহৈতুকি কৃপায় আমি আপনার মত দুর্লভ রত্ন আমার জীবনে পেয়েছি কৃপা করে আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন গুরুদেব কৃপা করুন যাতে আমি সারাজীবন আপনার শ্রীল প্রভুপাদের নির্দেশানুসারে ভগবানের সেবা করতে পারি

 

আজ আপনার শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আমি আপনার কৃপা-আশীর্বাদে আপনার জন্য একটি কবিতা লেখার চেষ্টা করেছি দয়া করে আপনি তা গ্রহণ করুন 

 

দুর্লভ রতন

 

পতিত পাবন বলে ডাকে ভক্তগন জনে

প্রমান করিলা মো সম পাষণ্ডীকে সাদর গ্রহণে

দর্পনে নিজ প্রতিবিম্ব, দর্শনে চকিত হই

কীরূপে করিলা কৃপা ভেবে বিভোর হই

ছিলাম আস্তাকুড়ে, কাটছিল দিন মায়ার যবনিকার আচ্ছাদিত চাদরে

কূল নাই কিনারা নাই ভাসছিলাম ভবসাগরে

হতাশা নৈরাশ্য বিরাজমান ছিল আমার ভুবনে

নতুন রূপে নতুন নামে যুক্ত করলেন প্রভুপাদের স্বপ্নের ইসকনে

স্থুল বুদ্ধি, তমোগুনী ,কী ভাষায় করিব আপনার মহিমা কীর্তন

কোন সৌভাগ্যবলে বিধি দিলা এমন দূর্লভ রতন

গুরু আজ্ঞা, প্রচার অভিযানে সর্বদা লৌল্যপমান

হই যেন গো পিতা , তোমা মনের মতন আদর্শ কন্যাধন

শূদ্র আমি নারী আমি, ষড় রিপুগুনে ভূষিত আমার আভরণ

তবু হিয়ার মাঝে বাসনা আস্ফালিত হয়, ফিরে যাবো আপনার সাথে গোলোক বৃন্দাবন

ক্ষুদ্র আমি , হীন আমি , অতি দুরাচারী

নিতাই গৌরের অপার করুনার স্বাদ নিতে নাহি পারি

অজ্ঞাতসারে হারানো ধন , পেয়েছি যখন আবার ফিরে

তব শ্রীচরণতলে দিতে চাই বলিদান হৃদয় উজার করে

তব আভির্ভাবে পুণ্য হয়ে, গর্বিত হয়েছে ধরিত্রীমাতা

বক্ষে ধরে রাখবো তব শ্রীচরণ, যেতে দেবো না কোথা

প্রার্থনা এই অধম নগন্য দেবপূজিতার

আপনার সেবায় ক্রীড়ানখ হতে চাই, যেরূপে আপনার দরকার

 

আপনার অধম কন্যা

দেবপূজিতা কেশবি দেবী দাসী