নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে।
নাম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে ।
গৌরকথা ধাম দায় নগর গ্রাম তারিনে ।।
পরমারাধ্য গুরু মহারাহজ আপনার শ্রী চরনে আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। গুরুদেব আমি মহা মূর্খ আপনার গুন কীর্তন করার আমার কোন যোগ্যতা নেই।
গুরুদেব আপনি শ্রীল প্রভুপাদের অজ্ঞা বাহক সুসন্তান । এই জগৎ জীবকে উদ্ধার করার জন্যই আপনি অবতীর্ন হয়েছেন। শ্রীল প্রভুপাদের আদেশ পালনে আপনি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ । আপনার করুণায় আমার মতো হাজার হাজার বদ্ধ জীব ভগবানের শরণ গ্রহণ করতে পারছে । আপনার শারীরিক অসুবিধা সত্ত্বেও বদ্ধ জীবের উদ্ধারের জন্য সমগ্র পৃথিবী জুড়ে পরিভ্রমন করছেন।
গুরুদেব আপনি যেভাবে শ্রীল প্রভুপাদের আদেশ পালন করছেন আমিও যেন আপনার আদেশ ঠিক ঠিক ভাবে পালন করতে পারি । আমি আপনার আদেশ পালনে অবহেলা করেছি। আমি মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি। কৃপা পূর্বক আমার অপরাধ ক্ষমা করবেন । আমাকে এই মায়ার হাত থেকে রক্ষা করুন। আমি কেবল আপনার এবং প্রভুদের সেবা করতে চাই।
হরে কৃষ্ণ
আপনার অধম সন্তান
হরিনাম গোপাল দাস।