আজ এই শুভ ক্ষণে গুরুপদে নিবেদন।
তোমার প্রীতির্থে করি অর্ঘ্য বিরচন।।
জগত জীবের উদ্ধার হেতু তব আগমন।
কৃপাময় নিতাইয়ের করুণা বিতরণ করছ সর্বক্ষণ।।
তোমার কৃপা কটাক্ষে জগতে বইছে অসীম আনন্দ।
হরিনামের স্রোত ধারায় চারিদিক হইল প্লাবন।।
স্বপ্নের মায়াপুর আজ হইল উজ্জ্বল।
তোমার সেবা নিষ্ঠা আর কঠোর শ্রমের ফসল।।
সমগ্র জগতে করছো প্রচার ভগ্ন শরীরে।
তাই মোর হৃদয় ব্যথিত হয় তোমা দর্শনে।।
তোমার মহিমা এই জগত সংসার গাহিবে অনন্তকাল।
তোমা বিনা এই ভূ-মন্ডল হবে জীর্ণময়।।
'শ্রীকৃষ্ণচৈতন্য' নামক মহাপ্রভুর সমগ্র জীবনীগ্রন্থের সম্ভার।
করতে রচনা তুমি করছ সুদৃঢ় প্রসার।।
পূর্বতন আচার্যদের মনোবাঞ্ছা পূরণকারী।
প্রভুপাদ প্রিয় পুত্র জগত সংসারের কান্ডারী।।
হে আমার প্রিয় মাধব, গুরুদেব কে কর আজ সুস্থ সবল।
তোমার সম্মুখ পানে উদ্দত্ত নৃত্য করতে পারে যেন নিজবলে।
হে পিতা করি নিবেদন তোমার শ্রীচরণ-যুগলে।
রাখিও মোরে তোমার নিত্যদাস করে জনমে জনমে।।
অধম পতিত আমি অতি হীন জীব।
তোমার কৃপা কণার হয়েছি সজীব।।
এই আশীষ কর মোরে এই অনুক্ষণে।
তোমা আজ্ঞানুসারে কৃষ্ণভক্তি হউক আমারে।।
বিনীত নিবেদক
আপনার নিত্যসেবক
কানাই প্রেম দাস (দীক্ষা)
বগুড়া, বাংলাদেশ