নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে৷৷
প্রিয় গুরুদেব,
আপনার শ্রীপাদপদ্মে আমার শতকোটি প্রণাম গ্রহন করুন। শ্রীল প্রভুপাদের জয় হোক। আপনার শুভ আবির্ভাব তিথি জয়যুক্ত হোক।
আপনার মহিমা বর্ণনা করার মতো যোগ্যতা আমার নেই।আমার একটু শরীর খারাপ হলেই ভালো লাগে না।কিন্তু আপনি এতো অসুস্থ থাকার পরেও প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন।আপনি সবসময় চিন্তা করেন কিভাবে প্রচার করা যায়।এমনকি আপনি হসপিটালেও প্রচারকার্য চালিয়ে যান।আপনি বিভিন্ন প্রদর্শনীতেও যান প্রচারের নতুন ধারণার জন্য।আপনি সবসময় চিন্তা করেন সবকিছুকে কিভাবে কৃষ্ণভাবনাময় করা যায়।প্রভুপাদ কিভাবে সন্তুষ্ট হবেন।আপনার গুরুদেবের প্রতি ভালোবাসা এবং তার আদেশ যথাযথভাবে পালন করা সত্যিই প্রশংসনীয়।আমাদের প্রভুপাদের গ্রন্থ পড়তে উৎসাহিত করতে আপনি বিভিন্ন কোর্স সম্পন্ন করছেন এবং পরীক্ষাও দিচ্ছেন।সত্যিই আমি কতই না ভাগ্যবতি আমি আপনার মতো গুরুদেব পেয়েছি।কিন্তু সেই সুযোগ আমি কাজে লাগাচ্ছি না।
গত ২০২৩সালের গৌরপূর্ণিমা শেষ করে যখন সাফারির জন্য যাচ্ছিলেন আমি ভাবতেও পারিনি আমি আপনার সাথে কিছু দূরত্ব পর্যন্ত যেতে পারব।আপনার সাথে একসাথে নৌকা দিয়ে গঙ্গা পার হয়ে প্রথমবারের মতো গৌদ্রম দ্বীপে যাওয়া সত্যিই মনে হচ্ছিলো আপনি ভবোসাগর পাড়ি দিয়ে কৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছেন।আপনি গাড়ির ভেতর থেকে হাত দিয়ে আমাকে আর্শীবাদ করলেন।আপনি যখন চলে গেলেন তখন মনে হচ্ছিলো মায়াপুর খালি হয়ে গিয়েছে।আপনি যখন ফিরে আসলেন আপনার চরণ অভিষেক সামনে থেকে দেখার সুযোগ হলো।আপনার ব্যাসপূজাতে আপনাকে সরাসরি দর্শন,প্রবচন,পাদপ্রক্ষালণ,আপনার গাড়ির পিছনে দৌড়ে আপনাকে wish করা সত্যিই কল্পনাতীত।যেদিন আবার চলে যাচ্ছিলেন রাজাপুরে গাড়ির ভেতর থেকে আমার হাতের সাথে হাত মিলালেন।এগুলো আমি কখনোই ভুলতে চাই না।
হে পিতা,
আমি আপনার অত্যন্ত নিকৃষ্ট কন্যা।দয়া করে আমার হাত ছেড়ে দিবেন না।আপনার সাথে আমার সংযোগ স্থাপন করুন।আমাকে উপযুক্ত পথে নিয়ে যান।আমি আমার সেবা ঠিকভাবে করতে পারিনি।যতটুকু বাকি আমি যেন ঠিকভাবে করতে পারি।আমি যেন কৃষ্ণকে ভালোবাসতে পারি এবং সদা সর্বদা কৃষ্ণচিন্তাময় থাকতে পারি ও প্রভুপাদের সেবায় আপনাকে সাহায্য করতে পারি।আমার পরিবারের সকলকে আর্শীবাদ করবেন আমরা যেন সুস্থ থেকে কৃষ্ণের সেবা করে যেতে পারি।আপনাকে আমাদের দরকার।দয়া করে আমাদের ছেড়ে চলে যাবেন না।
আপনার জয় হোক।
শ্রীল প্রভুপাদ এর জয় হোক।
আপনার চরণে ঠাঁই পাওয়ার অভিলাষী,
কৃষ্ণমোহিনী রাধা দেবী দাসী (দীক্ষা শিষ্য)
নারায়ণগঞ্জ, বাংলাদেশ।