জয়পতাকা স্বামী।
জয়পতাকা স্বামী তুমি জগতের জন।
প্রথমে বন্দি কোমল শ্রীচরণ।।
পাতকী আমি অন্ধ আমি এক অনাসৃষ্টি।
তব কৃপায় দিলা এবে সকল সাধন কৃষ্টি।।
আঁস্তাকুড়ে ছিলাম মুই আঁস্তাকুড়ে জন্ম।
তব স্পর্শে শুচি হই বুঝি জীবন মর্ম।।
আছয়ে পাষন্ডী যত মুই হই প্রধান।
চেতন দিয়া সবে করহ সমাধান।।
অহং মদে মত্ত মুই মাৎসর্য শিরোমণি।
সেবাধর্ম ছাড়ি করি ভক্তির পাটোয়ারী।।
সাধু সাজি দেখাই সবে সাধু নাহি হই।
অন্তর্যামী সিদ্ধ তুমি পদে দিও ঠাঁই।।
পাপী তাপী যত ছিল,ছিল যত পতিত।
সকলি ধন্য হইল এমন তব চরিত।।
নিকৃষ্ট জীবন যত নিকৃষ্ট আচার।
গুণাতীত স্বামী তুমি করিলা উদ্ধার।।
চৈতন্য পার্ষদ তুমি চৈতন্যের জন।
অচেতনে চেতন দিলা ধন্য এ জীবন।।
কাঙ্গাল যত ছিল ছুটে আশে পাশে।
অফুরান কৃপা তব দাও হাসি মুখে।।
পামরের পাপ নাশি করহ গ্ৰহণ।
নীলকন্ঠ লাগি দেখি তব আচরণ।।
এমন আচার্য ভবে দেখি বড় আশ্চর্য।
জানি শুনি পাপ নেয় জগতের আর্য।।
অন্তহীন দয়া আর অন্তহীন ক্ষমা।
ছাব্বিশ গুণে গুণী এমনি মহিমা।।
হিমালয় সম তুমি স্থাবর প্রশান্ত।
স্থিতপ্রজ্ঞ চুড়ামনি জগতের দৃষ্টান্ত।।
পতিত উদ্ধার হেতু তব আগমন।
জনমের ভাগ্যে ঘুচে সংসার দহন।।
নিতাই কৃপা দিতে সবে সদা প্রস্তুত।
আহার নিদ্রা বিশ্রাম নাই পরিশ্রম অদ্ভুত।।
এত দয়া তব হৃদে ভেবে না পাই কূল।
কৃষ্ণ ধনে কর ধনী নাশ মায়ার মূল।।
সাধন ভজন নাহি মোর মায়ার সঙ সাজি।
ভিক্ষা মাগে অভিরাম দাওহে প্রেম রাশি।।
ডঃ অভিরাম নিত্যানন্দ দাস অধিকারী। বারাসাত নামহট্ট।উঃ ২৪ পরগণা।