Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Rasikānanda Śrīdāma Dāsa (Kolkata - India)

হরে কৃষ্ণ গুরুমহারাজ

আমার বিনীত প্রণাম গ্রহণ করুন

আপনার ৭৬তম শ্রী ব্যাস পূজা নিত্যকাল জয় যুক্ত হোক

"প্রেম কল্পতরু"

জয় জয় শ্রীগুরু প্রেম কল্পতরু
কৃপাময় দিব্য জ্ঞান দয়াধাম।।

অধম পতিত তারিতে মহাশক্তি ধর
গৌরঙ্গের নিজ জন নাম তব পতিতপবন ।।

নিতাই কৃপার হও তুমি কান্ডারি
আচণ্ডালে হরিনাম দিয়া নগর গ্রাম তারি ।।

তুমি সর্বেশ্বর প্রভু এই হৃদয়ের রাজ
কৃপা কর যেন তব শ্রীচরণে থাকে যেন আশ ।।

আচরণ দিয়া শিক্ষা দাও সর্ব জীবে
কোনো বাঁধা নাহি মান গুরু আজ্ঞা প্রচারিতে।।

সর্বদা প্রার্থনা করি তোমার শ্রীচরণে 
জন্মে জন্মে যেন পারি তব আজ্ঞা পলিতে ।।

তব চরণে যেন রাহে মোর ভক্তি
রসিকানন্দে তুমি দেহ এই মহাশক্তি ।।

আমার পরামারাধ্য তম শ্রীগুরুদেব শ্রীল জয়পাতাকা স্বামী গুরুমহারাজের শ্রীচরণ কমলে ৭৬তম ব্যাস পূজা উপলক্ষে এই নিবেদন।।

আপনার অধম সন্তান

রসিকানন্দ শ্রীদাম দাস (দীক্ষা) 

কলকাতা, ভারত