Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Priyatama Śacīputra Dāsa (Hooghly - India)

হরেকৃষ্ণ,

প্রিয় গুরুমহারাজ, 

কৃপা করে আপনার শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ বিনম্র দণ্ডবৎ প্রণতি গ্রহণ করুন। 

গুরুমহারাজ, আমি প্রিয়তম শচিপুএ দাস, ২০২৪ সালের 21 অগাষ্ট আপনি কৃপা পূর্বক আমায় দীক্ষার মাধ্যমে নতুন জন্ম প্রদান করেছিলেন, এখন আমি ব্যাঙ্গালোরে কর্মরত। এখানেই কৃষ্ণরাজপুরম নামক একটি স্থানে ইসকনের একটি সেন্টার আছে, যিনি এই সেন্টারের প্রেসিডেন্ট শ্রীপাদ বেণীমাধব প্রভু উনার কাছে শুনেছি যে আপনি বলেছিলেন যেহেতু এই স্থানটির নাম কৃষ্ণরাজপুরাম তাই এখানে কৃষ্ণের রাজ্যে হওয়া উচিত, গুরুমহারাজ খুব সুন্দরভাবে এখানে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে আপনার এই অমৃতবাণীকে সফল করার জন্য। আমি এখন এই মন্দিরের আনুগত্যেই যতটা সম্ভব সেবা করার চেষ্টা করছি বিশেষ করে নগর সংকীর্তন এবং প্রভুপাদের বইগুলি বিতরণের সেবায় এবং এরই সাথে আমি দীক্ষার সময় আপনার কাছে যে প্রতিজ্ঞা গুলি করেছিলাম তা আমি যথার্থ ভাবে পালন করছি। প্রিয় গুরুমহারাজ আমি খুব একটা গুছিয়ে লিখতে পারিনা, আপনি তো অন্তর্যামী সবকিছুই জানেন, গুরুমহারাজ পূর্বে আপনার দুটি ব্যাসপূজাতে আমি দুটি ভজন রচনা করেছিলাম আপনাকে নিয়ে, আমি অনেকবার সেই ভজন গুলি আপনাকে শুনিয়েছি। আপনার আলেখ্যর সামনে বসে আমি অনেকবার আপনাকে এই দুটি ভজন শুনিয়েছি এবং আমি জানি সেগুলি আপনি শুনেছেন, আপনি গ্রহণ করেছেন, অন্তর্জামী রূপে, কিন্তু তবুও যেহেতু আজ আমি সরাসরি আপনার ব্যাসপূজার মাধ্যমে আপনার সম্বন্ধে কিছু বলার সুযোগ পেয়েছি তাই আপনার মহিমা কীর্তনের এই সুযোগ আমি কখনোই ব্যর্থ হতে দিতে পারি না। তাই আজ আপনার প্রতি আমার হৃদয়ের অপার ভালবাসার প্রকাশ রূপে আপনার মহিমা কীর্তন সম্বন্ধীয় এই দুটি ভজন আমি আপনার করো কমলে আপনার শুভ আবির্ভাব তিথির শ্রদ্ধার্ঘ্য রূপে অর্পণ করছি, কৃপা করে যদি আপনার মনে হয়, আপনার ইচ্ছা হয়, তাহলে তা গ্রহণ করে আমায় কৃতার্থ করুন।

১)   গুরুদেব কৃপাময়, তুমি তো অন্তর্যামী,

      জগৎ উদ্ধার হেতু অবতরণ তব জয়পতাকা স্বামী।

     তুমি তো অন্তর্যামী জয়পতাকা স্বামী।

     জীবেরও দুঃখে দুঃখী, না নিজ সুখ লাগি,

     তব কৃপা এ পাপী মাঙ্গি।

    নিতাই কৃপা প্রদায়িনে অবতরণ তব,

    নিতাই এর কৃপা ধন্য তুমি।

   প্রভুপাদের প্রাণধন, মহাপ্রভুর পর্ষদ,

   বৈষ্ণব শিরোমণি তুমি।

   গৌরাঙ্গ বলিয়া দু বাহু তুলিয়া,

   নগর গ্রাম তারিলে তুমি।

   কামনা বাসনার বসে জড়িত প্রতি শ্বাসে,

   তব, কৃপা বিন্দুতে মুক্তি আসে।

   আমি পাপী তব চরণ অভিলাষী,

   কৃপা করি, করো চরণ দাসী।

 

১)  গুরুদেব পতিত পাবন জয়পতাকা স্বামী,

     দিয়ে হরিনাম জগৎ উদ্ধারীলে তুমি।

     প্রেমামৃত করুণামৃত অকাতরে বিলাও হায়,

     পাথর সম হৃদয় মম প্রভায় গলি যায়।

    প্রভুপাদের কৃপায় জগত কৃষ্ণ কে যে পায়,

    তোমার কৃপায় দুহাত তুলে গৌরাঙ্গ গুন গাই।

   প্রতিকূলও অনুকূল তোমারও দর্শনে,

   সদায় তুমি সেবাই রত জগত কল্যানে।

   নিতাই যেমন না বিচারে সবে প্রেম দেয়,

   একই ভাবে তুমি সকল জীবের পাপ নাও।

  সর্বগুনে গুণান্বিত মহিমান্বিত তুমি,

  মহাপাপী তব কীর্তন সঠিক, করতে না পারি আমি।

  যত বলি তব গাঁথা অন্ত না পায় হায়,

  অভিলাষ, তব চরণ সেবায় প্রাণ যেন যায়।

 

ইতি,

আপনার চরণ কমল সেবায় চেষ্টারত,

আপনার বিনম্র দাস,

প্রিয়তম শচিপুএ দাস।