Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Parama Pāvana Gaura Hari Dāsa (Singapore City - Singapore)

জয় শ্রীল প্রভুপাদ

জয় গুরু মহারাজ

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে
নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে॥

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে
নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে
নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে।।

হে পতিতপাবন গুরু মহারাজ

আপনার ৭৬ তম ব্যাসপূজা মহোৎসব জয়যুক্ত হোক।

আপনার জয় হোক!

হরে কৃষ্ণ গুরুমহারাজ, আপনার চরণ কমলে আমার অনন্ত কোটি স্বশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি।এবং আপনার চরন কমলে স্থিত ধূলিকনাকে-ও সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি 

আপনাকে ধন্যবাদ জানানোর কোন ভাষা আমার জানা নেই।আপনার মহিমা বর্ণনের কোন শব্দজ্ঞানও আমার নেই এবং উপযুক্ত ভাষার ব্যবহার-ও আমি জানিনা।।আপনার কৃপাতেই কেবল আপনার মহিমা বর্ণনের এই দুঃসাধ্যকার্য করার প্রয়াস করছি। 

হে বাঞ্ছা কল্পতরু,  

কল্পবৃক্ষ যেমন কোন ব্যক্তি বিভেদ না করে সকলের মনোবাঞ্ছাপূরণ করে ঠিক তেমনি আপনিও কারো মধ্যে পার্থক্য বিচার না করে সকলের মনোবাসনা পূরণ করেন। 

হে পরম পূজনীয়,পরম আরাধ্য গুরু মহারাজ,

আপনি এতই করুণাময় যে আপনি কখনোই কাউকে প্রত্যাখ্যান করেন না। তার প্রত্যক্ষ উদাহরণ আমি নিজেই। 

হে পতিত পাবন গুরু মহারাজ, 

বরিষ্ঠ ভক্তদের শ্রী মুখ থেকে আপনার গুন মহিমা শ্রবন করে আমি অনুভব করি আপনি যদি আমাকে অন্ধকার থেকে তুলে এনে আলোর পথে না নিয়ে আসতেন, গুরু পরম্পরা ধারায় শ্রীকৃষ্ণের সাথে যুক্ত না করতেন, তাহলে আমি কোথায় থাকতাম। 

হে প্রাণনাথ,পরম পূজনীয় গুরুদেব, 

আমি এতই অধম আমার কোনই যোগ্যতা নেই আপনার সেবা করার। আপনি এতই কৃপাময় যে আমার মত একজন অযোগ্য হীন ব্যক্তি কে গুরু পরম্পরা এবং ভগবানের প্রেমময়ীসেবায় নিযুক্ত রেখেছেন, যা সব সময় কৃষ্ণভাবনাময় হতে আমাকে সাহায্য করে। 

হে গুরুদেব

আমি জীবনের এমন একটি অবস্থাতে আছি যেখানে এক একটি সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন।কোনো একটি সিদ্ধান্ত নেওয়া মানে হচ্ছে সেটি সারাজীবনের জন্য ভালো অথবা খারাপ।আমি সত্যি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ছি।আমি বুঝতে পারছি না যে আমার কি করা উচিত বা কি করা না।আমি জানি আপনার আশীর্বাদ সবসময় আমার মস্তকে থাকে।তবু আমি অনুরোধ করছি।আপনি আমাকে সাহায্য করুন,গুরুদেব যেনো আমি কোনোসিদ্ধান্ত নিতে ভুল না করি।

হে বার্ষভানবী-মুরারী প্রিয়,  

আপনি এতটাই দয়ালু পিতা যে আমার মতো রাস্তার অবহেলিত কুকুর কে নিজের শিষ্য হিসেবে আপনার শ্রীচরণে আশ্রয় দিয়েছেন।জড় জাগতিক ক্লেশগুলি তুচ্ছ বাহানা মাত্র।আমি এতটাই অযোগ্য আপনার চাওয়া অনুযায়ী কিছু করিনা।সবসময় এটাই ভুল করতে থাকি যে নিজের চাওয়া গুলিই আপনার উপর চাপিয়ে দেই,যেখানে জীবনের প্রতি মুহূর্তে আপনার আদেশগুলি পালন করাই আমার জীবনের লক্ষ্য হওয়া উচিত।এইসব কিছু জেনেও আপনি আমাকে দীক্ষাপ্রদান করেছেন।তা-ও কোনো কঠোর পরীক্ষা ছাড়া।আপনি হচ্ছেন দয়ার শিরোমণি।সেজন্যেই আমার মতো পতিত কে আপনার চরণকমলে ঠাঁই দিয়েছেন।আপনার আশীর্বাদ স্বরুপ মহাপ্রভুর প্রতি প্রেমময়ী সম্পর্ক অনুভব করার মতো সৌভাগ্যপ্রদান করেছেন।

হে পরম পিতা, 

আপনি শুধু আমার জন্য সবকিছু করেই যাচ্ছেন।মাঝে মাঝে মনে হয় আপনি এমনভাবে ইচ্ছাগুলি পূরণ করেন যেমন আমার পছন্দের কোনো পুষ্প এনে দেওয়ার জন্য আপনি ঠিক-ই গলা পর্যন্ত জলে নেমে নিয়ে আসবেন কিন্তু আমি ডাঙ্গায়থেকে শুধু হাত টাও আপনার দিকে বাড়িয়ে দেইনা।যেমনএখন আমি আপনার আদেশগুলি ঠিকমতো পালন না করে সময়গুলি নষ্ট করছি।আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি এই জড়মায়া তে থেকেও আপনার আদেশগুলি নিষ্ঠাসহকারে পালন করতে পারি এবং আপনাকে প্রচারে সাহায্য করতে পারি।

হে পরম দয়ালু গুরু মহারাজ,

 আপনি অন্তর্যামী অকাতরে সকলের মাঝে কৃষ্ণ প্রেম দিয়ে বদ্ধজীবদের উদ্ধার করছেন, আপনার দয়া ও করুণা থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। আমার মত অধমের পাপের বোঝা মাথায় নিয়ে আজ আপনি অনেক অসুস্থ লীলা প্রদর্শন করছেন।আমাকে কৃপা পূর্বক আশীর্বাদ করুন আমি যেন অপরাধ থেকে মুক্ত থেকে আপনার বাণী সেবা শুদ্ধভাবে করতেপারি। 

হে নিতাই কৃপা প্রদায়িনে,

আপনি জীবকে ভবরোগ থেকে উদ্ধার করতে নিজে সহ্য করে চলেছেন শত সহস্র প্রতিকূলতা। তবুও আপনার খানিক বিরতি নেই। আমার মতো পাষাণ জীব বারংবার নিজ প্রকৃত স্বরূপভুলে যায়, ভক্তিজীবনে ঐকান্তিক হতে হবে জেনেও বারংবার জড় মায়িক বিষয়ে জড়িয়ে পড়ে। তবুও আপনি কখনোই আমাদের ত্যাগ করেন না। 

হে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলামৃত প্রদানকারী, 

 আপনার শ্রীমুখ থেকে শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা আস্বাদন করা দিনের মধ্যে শ্রেষ্ঠ সময়। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, কেবল আমাদের পারমার্থিক পুষ্টি সুনিশ্চিত করতে আপনি এমনকি রাত হয়ে গেলেও শ্রীকৃষ্ণচৈতন্য লীলা সংকলন প্রবচন প্রদান করেন। লীলা বর্ণনা করতে করতে আপনি সেই লীলার গভীরে প্রবেশ করে ভাবোন্মত্ত হয়ে পড়েন। 

হে পিতা,  

আপনার এই অধম পুএ বহু জন্ম ধরে কৃষ্ণ ভুলে জড় জগতে সুখী হবার ব্যর্থ প্রচেষ্টা করছে। আর আপনি তাকে নিজ শক্তিবলে কৃষ্ণের দিকে টেনে ধরে রেখেছেন। আপনি কৃপা করে এভাবেই আমাকে আপনার পদতলে ঠাঁই দিন।

হে পরম আরাধ্য গুরুদেব

আপনি জীবনিতে আমি অধ্যয়ন করেছিলাম যে পিতার যে গুন আছে তা পুএের-ও অর্জন করা উচিত।শ্রীল প্রভুপাদ আর্য়ুবেদিক চিকিৎসারত পারঙ্গত ছিলেন কিন্তু ঐ সময় আপনার তা জানা ছিল না তখন আপনি বলেছেন আমার গুরুদেব যদি তা পারেন আমাকে-ও  তা আয়ও করা উচিত আপনি সেই আর্য়ুবেদিক চিকিৎসায় পারঙ্গত হয়েছেন এবং বিভিন্ন সময়ে ভক্তদের ঔষুধি পরামর্শ প্রদান করেছেন যা আপনার অচিন্ত গুন অথ্যাৎ যা আপনি কখন আয়ও করেছেন কেউ জানতে পারে নি ,,সেই আপনি অসুস্থসীলা করে আপনার সেবা প্রদান করেছেন যেন আপনার সেবা করার মাধ্যমে আমরা সর্বদা কৃষ্ণভাবনায় যুক্ত থাকতে পারি 

 আপনার ব্যাসপূজার এই পুণ্য লগ্নে আপনার শ্রীচরণ কমলেএই প্রার্থনা করি, কৃপা করে আমাকে কখনোই আপনাকে ভুলতে দেবেন না। আমি যেন জন্ম-জন্মান্তরে আপনারশ্রীপাদপদ্ম আঁকড়ে ধরে থাকতে পারি এবং আপনি যেভাবে চান, সেই উপায়ে যেন আপনার সেবা করে আপনাকে সন্তুষ্ট করতে পারি। 

আপনার পদরজ অভিলাষী

পরম পাবন গৌরহরি দাস

সিঙ্গাপুর