নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।
হে পরম পূজনীয় গুরুমহারাজ, আমার সশ্রদ্ধ দন্ডবৎ প্রণতি গ্রহন করুন। শ্রীল প্রভুপাদের জয়। আপনার ৭৬ তম (ব্যাস পুজা) আবির্ভাব তিথীর জয়।
প্রিয় গুরুমহারাজ,
আপনি মহান, আপনার মহিমা কীর্তন করার যোগ্যতা আমার নেই। আপনি যে কত প্রতিকূল অবস্থাতেও কৃষ্ণ ভক্তি প্রচার করছেন সেটা আপনার অতুলনীয় কীর্তি। আপনার চরণ ছায়া তলে কত যে পতিত আত্মা উদ্ধার লাভ করছে তা সীমাহীন। আমি যদিও তেমন কোন সেবা করতে পারিনি তথাপিও আপনার করুনা প্রদর্শন করে আমাকে হরিনাম দীক্ষা প্রদান করেছেন।
নিত্য কালের আরাধ্য গুরুমহারাজ,
আপনার সামনে থেকে আপনার সেবা করার যোগ্যতা আমার নেই। আমি জানিনা এই ইচ্ছা পূর্ণ অথবা যোগ্যতা আমার কোনদিন হবে কিনা। কিন্তু গুরু মহারাজ আপনার নিকট আমার প্রার্থনা এই যে, আমি যেখানেই থাকি না কেন আপনাকে যেন ভূলে না যাই। আপনার সেবা করার থেকে যেন কখনো বিচ্যুত না হই।
হে প্রাণ প্রিয় গুরু মহারাজ,
আপনাকে শ্রদ্ধাঞ্জলি লেখার কোন যোগ্যতা আমার নেই, ছিলনা। গুরু মহারাজ আপনি বলেছেন, তুমি দীক্ষার যোগ্য নও তবুও তোমাকে দীক্ষা দেওয়া হয়েছে , এখন তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে। কিন্তু আমার হরিনাম দীক্ষার এত দিন পরেও আমি যোগ্য হয়ে উঠতে পারিনি। আমার কোনো যোগ্যতা না থাকলেও আপনি আমাকে আপনার শিষ্য রূপে গ্রহণ করেছেন। গুরু মহারাজ আপনার কৃপার তুলনা নেই।
হে নিতাইকৃপাপ্রদায়িনে গুরুমহারাজ,
আপনার শ্রীচরন কমলে আত্মসমর্পন করে, আমার জন্ম ধন্য হয়েছে। গুরু মহারাজ আপনার নিকট আমার প্রার্থনা, আমি অযোগ্য বলে কখনো আমাকে আপনার করুনা থেকে বঞ্চিত করবেননা। আপনার করুনা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আর।
দুর্লভতম মানব জীবন তথাপি ভরসাহীন ।
তব কৃপা বিনা আমি অসহায় অপারগ উদাসীন ।।
মায়ার প্রভাবে আপন স্বভাবে সদাই অধম মতি ।
ত্রাণ কর এই অধম জনেরে , কৃপা বিনা নাহি গতি ।
আপনার নগণ্য দাসানুদাস
শ্যামসেবক সঞ্জয় দাস
কৄষ্ণকথা দেশ (কাতার)