নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।
নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।
গুরুমহারাজ করুণা করে আমার বিনম্র প্রণাম গ্রহণ করুন।
শ্রীল প্রভুপাদের জয় হোক।
আপনার শুভ আবির্ভাব তিথি জয়যুক্ত হউক।
প্রিয় গুরুমহারাজ,
আপনার শ্রী পাদপদ্মে আমি সশ্রদ্ধ দন্ডবৎ প্রণতি নিবেদন করছি। আপনার ব্যাসপূজা মহোৎসব আমার খুব আনন্দের দিন। গুরুমহারাজ আপনার শুভ আবির্ভাব শ্রীল প্রভুপাদের, শ্রীচৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট পূরণে এক অনবদ্য অবদান রেখেছে। আমি সম্পূর্ণ অযোগ্য, অধম, অজ্ঞ হলেও আমাকে কৃপাপূর্বক আপনার সন্তান রূপে গ্রহণ করার আমি কৃতার্থ।
আমার ত কোনো যোগ্যতা নেই কৃষ্ণ সেবা করার,কই পড়ে থাকতাম গুরুমহারাজ কি একটা জীবন পরিচালনা করতাম কিন্তু এই অধমকে কোথা থেকে তুলে এনে কৃষ্ণ সেবার সুযোগ করে দিয়েছেন।
গুরুমহারাজ আমি যখন খুবই ছোট সেই সময় থেকে আপনাকে জানতে পারি তবে আমাকে কেউ কখনও বলি নি যে আপনি সেই যাকে আমি খুজছিলাম। আমি যখন ক্লাস ৬ এ পড়ি তখন আমি গৌড়িয় বৈষ্ণবদের সাথে অনুষ্ঠানে যেতাম। আমার দাদু গৌড়িয় বৈষ্ণব ছিলেন। কোনো অনুষ্ঠানে গেলে সবাই আমাকে ওনাদের গুরুমহারাজদের থেকে দীক্ষা নিতে বলতেন। তখন ও আমি সবাইকে বলতাম যে আমার গুরুমহারাজ জয়পতাকা স্বামী, সত্যি কথা বলতে গুরুমহারাজ জানতামই না কে সেই জয়পতাকা স্বামী। তখন কোনো ইসকন ভক্তদের সাথে আমার পরিচয় ছিলনা।
তারপর গুরুমহারাজ আপনার এক শিষ্য সাথে পরিচয় হয় নিত্যগোপাল দাস অধিকারী প্রভুর সাথে, যে কিনা আপনার কথা বলছিল ওনাদের বাড়িতে চিএপটে আপনার দর্শন লাভ করি। তারপর থেকে আপনার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেলো। কিছুদিন পর আপনার আর্বিভাব তিথি কামদা একাদশি। সেই দিন এক নামহট্ট মন্দিরে পরম পূর্য্যপাদ পরম পুরুষ কৃষ্ণ দাস প্রভুর মাধ্যমে আপনার চরন আশ্রয় লাভ করি।
২০০৭ সালে সাফারি হয় কিন্তু আমি হতভাগা যে আপনার দর্শন পেতে পারি নি।
আপনি ঐই সময় বলেছিলেন ২০০৮ এ আসবেন রুপসনাতন ধামে। কিন্তু গুরুমহারাজ আপনি আসতে পারলেন না, আমার কাছে এটা সব থেকে বেশি কষ্টের ছিল। কৃষ্ণকে শুধুই বলতাম, গুরুমহারাজের সাথে দেখা না করিয়ে নিতে পারবে না। এটা বলতাম বার বার খরব শুনতাম আপনি অনেক বেশি অসুস্থ, বেশি বেশি জপ করা ছাড়া উপায় নাই আপনার খবর নেওয়ার।
২০১০ সালে যখন আপনাকে প্রথম বার সরাসরি দর্শন করি। আমি কি যে বলব বুঝতে পারছিলাম না গুরুমহারাজ।
এই লীলা টা সত্যি আমি চাই নি গুরুমহারাজ, আমি ত এখন চাই আমার বিনিময়ে ও যদি মাধব আপনাকে সুস্থ করে দেয় তাহলে আপনি ত আরও অনেক প্রচার করতে পারবেন। আমার জীবনটা সত্যি বৃথাই গেল না ভালো ভক্তি, না আপনার যোগ্য সন্তান, না ভালো পুএ, না ভালো চাকুরীজীবি, না ভালো ছাত্র কিছুই হলো না আমার এই জীবনে।
২০১০ এ দীক্ষা হবে সব প্রি পারেশান নিয়ে আসছি, কিন্তু দীক্ষার দিন, সবাই দীক্ষা নিতে যাচ্ছে আর আমি হতভাগা যেতে পারলাম না। নিজের প্রতি এতটাই খারাপ লাগচ্ছিল গুরুমহারাজ যে আমি হয়ত আপনার কৃপা পাব না। আপনার অহেতু করুনায় তার পরের দিন ২৫ এ আগষ্ট আপনার অহেতু করুণা লাভ করি।আর সেই থেকে এখন ও পর্যন্ত, আপনি থামছেন না শ্রীল প্রভুপাদের মিশন এগিয়ে নিয়ে যাওয়ার প্রায়াস করছেন।
গুরুমহারাজ আপনাকে দেওয়া কথা আমি রাখতে পারি নি। আমার নিজের কাছে খুব খারাপ লাগে আমি কতটা অযোগ্য সন্তান না হলে, গুরুমহারাজে দেওয়া প্রতিজ্ঞা রাখতে পারি নি।
আপনার আবির্ভাব তিথিতে একটাই প্রর্থনা আপনার শ্রীচরণে, আমাকে ক্ষমা করবেন গুরুমহারাজ আমি আপনার অযোগ্য সন্তান। আমি ৪টা নিয়ম কঠোর ভাবে পালন করতে পারি, ১৬ মালা জপ সকালে শেষ করতে পারি, প্রতিদিন ভাগবতম পড়তে পারি। আর কখনো যেন কারও দোষ না দেখি এবং না শুনি।
হে পতিতপাবন গুরুমহারাজ, এই মহৎ দিনে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং কৃষ্ণের কাছে আপনার দীর্ঘায়ু কামনা করি।
আর একটা বাসনা গুরুমহারাজ আপনার আগেই এই পৃথিবীর ছাড়তে পারি।
আপনার অযোগ্য কুসন্তান
স্বরুপ কানাই দাস