হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে । হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
হে শ্রীল গুরুদেব,
আমার সশ্রদ্ধ প্রণাম আপনার রাতুল চরণে
আপনার ন্যায় পরমপাবন, উদার, গুরুনিষ্ঠ, গৌড়ধনজনের অপার কৃপা সদাই জগতের সকল জীবের প্রতি সদা বর্ষীত হোক।
আপনি বৈষ্ণব জনের প্রাণ। আপনি শ্রীল প্রভুপাদের নির্ভীক সৈনিক। আপনি বিশাল বটবৃক্ষের ন্যায় অনন্ত কোটি জীবকে আশ্রয় দিয়ে সংসারের ত্রিতাপ দুঃখ থেকে রক্ষা করেন; একজন নিপুণ বৈদ্যের মতো তাদের ভবরোগ থেকে মুক্ত করেন ।
আপনার কৃপা প্রাপ্তির কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও আপনি নিজ ঔদার্যে আমাকে নিজ শিষ্যা রূপে গ্রহণ করেছেন - এই আমার জীবনের সার।
আপনার পরমমঙ্গলময় ব্যাসপূজার উপলক্ষে একটি প্রার্থণা নিবেদণ করি:
--------
হে গুরুদেব, নম নম নম তোমা চরণে।
কৃপা করো যেন রতি হয় তোমা বচনে।।
ভোগ ত্যাগি যেন মতি হয় তোমা সেবনে।
সংসার বাসনা ছাড়ি নিমাই নিতাই পাই স্মরণে।।(১)
হে গুরুদেব, মুই বড় দ্বেষী, অলস, সুদুর্মতি।
তব কৃপা না হইলে না শুধি মোর না হয় গতি।।
কৃপা করো এ দুর্জনে, রাখো তব শ্রীচরণে ।
সংসার বাসনা ছাড়ি নিমাই নিতাই পাই স্মরণে ।।(২)
নাম জপে নাই রুচি, অপরাধে রত আছি।
সদা ত্রিতাপ ক্লেশে ভুগি মনশান্তি যায় ঘুচি।।
কৃপা করো এ দোষীরে রাখো সদা তব সেবনে ।
সংসার বাসনা ছাড়ি নিমাই নিতাই পাই স্মরণে ।।(৩)
হে পরমপাবন, হে কৃপানিধি, আমি কুমতি বড় পাপিনী।
কি হেন ঔদার্য তোমার! নাম দিলে পরমপাবনী।।
কৃপা করো এ পাপীরে থেকো হৃদে মনে প্রাণে।
সংসার বাসনা ছাড়ি নিমাই নিতাই পাই স্মরণে ।।(৪)
নিমাই নিতাই করো কৃপা, হোক মোর ইচ্ছা সদা।
শ্রীগুরুর পামর হইয়া থাকি যেন যথা তথা।।
বারি বারি দেহে থাকি সদা ধাই যেন তাঁর পিছনে।
সকল লালসা ঘুচুক, শ্রীগুরুকে পাই যেন স্মরণে ।।(৫)
হে গুরুদেব, নম নম নম তোমা চরণে।
কৃপা করো যেন রতি হয় তোমা বচনে।।
- আপনার পতিতা কিঙ্করী
পরমপাবনী শ্যামা দেবী দাসী, দীক্ষাশিষ্যা
বাল্টিমোর, মেরিল্যান্ড, উত্তর আমেরিকা