Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Bhāgavata Kīrtana Dāsa (Mayapur - India)

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তঃ 

পরম শ্রদ্ধেয় গুরুমহারাজ

হে আমার জন্ম জন্মান্তরের গুরুদেব আজ আপনার শুভ আবির্ভাব তিথিতে জানাই রাতুল চরণে অনন্ত কোটি ভূমিষ্ট প্রণাম।। আমি বুঝতে পারছি যে আমার মতবদ্ধ জীবদের উদ্ধার করার জন্যই আপনি পৃথিবীতে আবির্ভূত হয়েছেন।। নারদ মনের মতন সারা বিশ্বে এক প্রান্ত থেকে ও প্রান্ত বদ্ধ জীবের কল্যাণের জন্য ছুটে চলেছেন।। আপনার নাম উচ্চারণ মাত্রই বিভিন্ন প্রকার সমস্যার তৎক্ষণাৎ সমাধান হয়ে যায় আপনি যে ভগবানের নিজের জন এবং অত্যন্ত প্রিয় তার বলার অপেক্ষায় রাখে না।। আপনার গুণাবলী অসীম অনন্ত যা বলে শেষ করা যায় না ।। যতই গুনাবলী কীর্তন করা হোক না কেন তাতেও যেন কম হয়ে যায়।।

আমি জানিনা পূর্ব জন্মের কোন সুখ পেতে বলে আপনার সঙ্গ প্রাপ্ত হয়েছি।।

আজ আপনার আবির্ভাব তিথিতে ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করি আরো দীর্ঘ সময় থেকে বদ্ধ জীব দের প্রতি করুনা বর্ষণ করতে থাকুন।

ইতি আপনার দীন সেবক ভগবত কীর্তন দাস ব্রহ্মচারী (দীক্ষা শিষ্য) 

মায়পুর, ভারত

পূর্ব মেদিনীপুর নামহট্ট জেলা প্রচারক