মঙ্গলময় শুভদিন ব্যাসপূজা মহোৎসব আজ,
হৃদয় মন্দিরে আনন্দে উচ্ছ্বসিত হয়ে বাজে বাজ।
প্রভুপাদ প্রিয় পুত্র আমার আরাধ্য গুরুমহারাজ,
আপনার পাদপদ্মে নিবেদন করি ভুলুণ্ঠিত প্রণাম।
কৃষ্ণভক্তির বারিবর্ষণ করছেন সর্বত্র হে মহান,
করুণাময় মূর্ত পুরুষ তুমি পতিত উদ্ধারণ।
কৃপা কণা সঞ্চায় করে আমার,
প্রদান করেছ চরণের স্থান।
যোগ্যতার বিচারে নাহি কোন গুণ,
তোমার অহৈতুকী করুণা আমার সম্বল।
জ্ঞানহীন দুর্মতি ক্ষুদ্র আমি তোমার কন্যা,
করিব অর্ঘ্য বিরচন তাতে নাহি যোগ্যতা,
করুণা করে করিও গ্রহণ আমার ক্ষুদ্র পরিশ্রম।
গৌরপ্রেম প্রদাতা কৃষ্ণভাবনা প্রচারে অগ্রদূত,
প্রভুপাদের আদেশে করছ বিচরণ সর্বত্র ।
ভঙ্গুর বপু আর ব্যাধির প্রকট যন্ত্রণা,
কোনো বিঘ্ন করতে পারে না,
তোমার কৃষ্ণভাবনা প্রচার।
মায়াপুর রূপকার তুমি গৌর জন ধন,
সারস্বত গৌর পরিবার রেখেছ সুসংঘ।
প্রভুপাদ শিক্ষা পদ্ধতির যত শিক্ষায় স্তর,
করেছ সম্পূর্ণ তুমি দিয়ে পরীক্ষণ।
গৌর গ্রন্থ তুমি করছ বর্ণন,
নিত্য নিত্য আমি তা করি শ্রবণ।
শিহরিত হয় মোর মন প্রাণ,
তুমি মোর গুরুদেব রেখ পদে স্থান।
তোমার শিক্ষা আর প্রদত্ত আদেশ,
পালন করি যেন অতি বিনয়ে ।
এই আশীষ কর মোর শিরে,
জনমে জনমে তোমার সেবায় রাখিও মোরে।
আপনার নিত্যকন্যা,
অর্চিতা রুক্মীণি দেবী দাসী
মায়াপুর, ভারত।