Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Pranesh Shil (West Bengal (all) - India)

শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু 

শ্রীল গুরু মহারাজের ৭৬তম ব্যাস পূজা উপলক্ষে আমার শ্রদ্ধাঞ্জলি 

প্রিয় ও পরম শ্রদ্ধেয় গুরু মহারাজ, 

আপনার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আজ আপনার ৭৬ তম ব্যাস পূজার এই শুভ মুহূর্তে, আমি আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনার দয়া ও আশীর্বাদেই আমরা কৃষ্ণ ভাবনার পথে অগ্রসর হতে পারছি।

আপনার জীবনের প্রতিটি মুহূর্ত শ্রীল প্রভুপাদের আদেশ পালনে নিবেদিত। আপনি অসংখ্য বাধা ও শারীরিক কষ্ট সহ্য করেও কখনো আপনার প্রচার কার্যক্রম থামাননি। আপনি জগৎ জুড়ে প্রচার করেছেন এবং শত শত ভক্তকে দীক্ষিত করেছেন। আপনার জন্য শ্রীধাম মায়াপুর এখন উন্নত তীর্থভূমি রূপে গড়ে তুলছে। 

আপনার আশীর্বাদে আমি কৃষ্ণভাবনামৃত প্রচারের জন্য কিছু ছোট ছোট প্রচেষ্টা করেছি। আমি প্রভুপাদের বই ছোট ছোট বই গীতা প্রচার করার প্রচেষ্টা করেছি। যদিও আমার প্রচেষ্টা খুব ক্ষুদ্র তবুও আপনার দয়া থাকলে আমি আরো উন্নতি করতে পারব।

গুরু মহারাজ আমি কখনোই আপনার করুনার যোগ্য নয় তবু আপনি আমাকে কৃষ্ণভাবনার মৃতের পথে টেনে এনেছেন। আমি আপনার সেবায় আরো আন্তরিকভাবে লিপ্ত হতে পারি যেন আপনি আমার ভবিষ্যৎ দীক্ষাগুরু এবং বর্তমান পথপ্রদর্শক। আমি আপনাকে বলতে চেয়েছি যখন প্রথমবার আমি আপনাকে দেখেছিলাম তখন আমি খুব ছোট্ট ছিলাম আট নয় বছর তখন আমি প্রথমবার মায়াপুরে এসে আপনার চরণ কমলের সামনাসামনি বসে আপনার মুখনিঃসৃত বাণী শুনতে সক্ষম হয়েছিলাম। তখন আমি আচরিত ছিলাম এই মানুষটা কে? বিদেশী মানুষ গুরু মহারাজ ক্ষমা করবেন আমি তখন এত জানতাম না উনি আবার বাংলাতেও কথা বলছে তখন আমার দীক্ষিত এক দিদি আমাকে বলল উনি প্রভুপাদের শিষ্য তখন আমি জানতাম না প্রভুপাতকে তারপর আমি আসতেছি জেনে ফেলেছি। আর উঠেছিল আমার জীবনের প্রথম ইসকনে এসে আপনার থেকে ক্লাস শোনা, তারপরও আমি অনেকবার এসেছি আপনাদের ক্লাস শুনেছি। কিন্তু ওই অভিজ্ঞতাট হয়নি যখন আমি আপনার প্রথম ক্লাস শুনেছিলাম। দ্বিতীয় কথা হল আমার কত দিন ধরে রাত্রে খারাপ খারাপ স্বপ্ন আসছে রাত্রে বেলা করে দরজার বাইরে থেকে কে জানি ডাকে এই অবস্থায় আমি আপনাকে বহুৎ মনে করেছি ক্ষমা করবেন আমি তো আসামে থাকি।তার জন্য আমার বাঙালিতে অল্প অল্প আসামি ঢুকে যায় তখন আমি রাত্রে ঘুমাচ্ছি এরকম কোনদিনও হয়নি। ও ঐদিন কি হয়েছে আপনি আমার স্বপ্নতে এসেছেন আর আপনার হাতে যে ত্রিন্ডটা আছে আমার স্বপ্ন মধ্যে আমি খারাপ খারাপ দৃশ্য দেখছি ওই ত্রিদন্ড দিয়ে আপনি যেগুলো খারাপ দৃশ্য ছিল আপনি ওগুলো খেদে পাঠিয়েছেন সকালবেলা উঠে আমার কি অবস্থা আমি কি দেখলাম স্বপ্নতে আমি ওটা নিয়ে ভাবার চিন্তারম্ভ করে দিয়েছিলাম কিন্তু ওটা আমার প্রথম অভিজ্ঞতা আপনার প্রতি। 

শ্রী শ্রী রাধা মাধবের চরণে আমার বিনম্র প্রার্থনা আপনি যেন সুস্থ থাকেন আরো অনেক বছর আমাদের কৃষ্ণভাবনামৃত দীক্ষিত করতে পারেন 

গরুমার আজ দয়া করে আমাকে আশীর্বাদ করুন যাতে আমি কখনো ভক্তি থেকে বিচ্যুত না হই এবং আপনাকে সন্তুষ্ট করার যোগ্য শিষ্য হতে পারি।

আপনার আশ্রিত সন্তান

নাম:- গণেশ শীল 

ঠিকানা:- আসাম, বরপেটা রোড ,চন্দনপুর 

এবং আমি কৃষ্ণ বন্ধুর সাথে যুক্ত। 

হরে কৃষ্ণ! শ্রীল প্রভুপাদের জয়।।