তুমি আমার প্রথম পিতা
তুমি আমার জীবনদাতা।
ধরেছিলে তুমি ই প্রথম
হাত দুখানি মোর করে যতন।
যোগ্যতা মোর ছিল না কভু
কাছে টেনে নিয়েছ তবু,
তুমি এ অধমেরে নব জন্ম দিলে
তুমি এ অনাথেরে আশ্রয় দিলে,
তুমি সব পাপ নিলে নিজের বলে।
যেদিন জানি তব জীবন গাঁথা
শিহরিত হয় এ জয়প্রদা,
কতটা দৃঢ়তা থাকলে
মৃত্যুর কোলে বসে কেউ প্রচার করে।
গোটা পৃথিবী এক হয়েছিল
তোমার কারণেই হরিনামে ভেসেছিল,
সত্যি তুমি শ্রেষ্ঠ জাদু দেখাও
জাদু দিয়ে পৃথিবী বশে আনাও,
তারপরে তাদেরে কৃষ্ণেরে চেনাও।
তোমার মহিমা তোমার জীবন
ব্যর্থ আমি করিতে বর্ণন,
যদিও কৃষ্ণ তোমারে ডাকে
সারা দাও নি তুমি মোরে একা দেখে।
এ পাপির লাগি সব নিয়েছ মেনে
ছুটে এসেছিলে আমায় পতিত যেনে,
জানি আজও কৃষ্ণের কাছেতে
কাঁদো তুমি আমারে বাচাতে,
এ ভয়ানক মায়ার সংসার হতে।
আমিও পিতা কাঁদতে চাই
কৃষ্ণের কাছে শুধু তোমার লাগি,
আমার বলে রাখব না কিছু
তোমার সেবায় দিব জীবন বাজি
প্রতিটি নিঃশ্বাসে পিতা,
তোমারেই করতে চায় স্মরণ এ জয়প্রদা।
আমার সর্বস্ব শুধু তুমি পিতা
তোমার হয়ে থাকব আশুক যত বাধা,
শুধু তোমারেই চায় এ জয়প্রদা।।