শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের ৭৬তম আর্ভিভাব উপলক্ষে শ্রদ্ধা নিবেদন
শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল শ্রীচরণে আমার শতকোটি দন্ডবৎ প্রণাম। ব্যাসপূজা উপলক্ষে আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। গুরু মহারাজের জীবন ছিল এক অসাধারণ আধ্যাত্মিক পথচলা, যেখানে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর আদর্শ এবং শ্রীল প্রভুপাদের মহান শিক্ষা প্রচারের জন্য নিজেকে নিঃস্বার্থভাবে নিবেদিত করেছেন। গুরু মহারাজের আর্ভিভাব, যা আমার মধ্যে শ্রীকৃষ্ণপ্রেমের শিখা জ্বালিয়ে দিয়েছে। গুরু মহারাজের জীবন ছিল পূর্ণ আত্মসমর্পণ, নিষ্ঠা, এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতি গভীর আস্থা। শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েন এবং তাঁর জীবনব্যাপী কাজগুলো ছিল আমাদের জন্য এক অমূল্য উপহার। শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজের প্রতি আমার আকুল প্রার্থনা হলো—তিনি যেন আমার অন্তরে শ্রীকৃষ্ণপ্রেমের জ্যোতি আরও উজ্জ্বল করেন এবং তাঁর পথ অনুসরণ করে আমি যেন আত্মশুদ্ধি লাভ করতে সক্ষম হই।
আপনার অধম সন্তান
রসরাজ চৈতন্য দাস