Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Nandita Revatī Devī Dāsī (Mayapur - India)

প্রিয় পরম আরাধ্য গুরু মহারাজ, হে পতিত পাবন, হে চৈতন্য পার্ষদ, হে ভক্ত সেবার মূর্ত প্রতীক, হে প্রভুপাদের প্রিয় সেবক, হে বিশ্ববরেণ্য সন্ন্যাসী আমার সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি গ্রহণ করুন। আমার সমস্ত অযোগ্যতা ও মূর্খতা সত্বেও যে আমি আপনার উদার ও অকৃত্রিম করুণা থেকে বঞ্চিত হইনি, তার জন্য নিজেকে ভাগ্যবান বলে মনে করি। আপনার শ্রীচরণযুগলের প্রতি অনন্তকালের জন্য আমি ঋণী। আপনার এই শুভ আবির্ভাব তিথিতে আমি এই মিনতি করি যে, আপনার এই স্নেহাশীষ থেকে যেন কখনো বঞ্চিত না হই। সব সময় আপনি আমায় কৃপাপূর্ণ দৃষ্টি দান করবেন, যাতে আমি ভক্তি জীবনে টিকে থাকতে পারি, সুন্দরভাবে জপ করতে পারি, আপনার প্রচারে সহযোগিতা করতে পারি এবং অবশেষে প্রেমভক্তি লাভ করতে পারি। 
           আপনি এত যন্ত্রণা অনুভব করা সত্ত্বেও শ্রীল প্রভুপাদের প্রচারে যেভাবে নিজেকে অপ্রতিরোধ্য করে তুলেছেন এবং সর্বদা যেভাবে আমার মত বদ্ধ জীবদের প্রতি আপনার করুণা বিতরণ করছেন তাতে মনে হয় সমস্ত সমস্যা সুযোগে রূপান্তরিত হবে। এ যেন আপনার এক লীলা। আপনি এক স্তম্ভ স্বরূপ, ইসকন পরিবার তথা কৃষ্ণভাবনাময় সমস্ত মানুষকে কি সুন্দর ভাবে আগলে রেখেছেন তা অবাক করার মত। আমার মনে হয় এই জগত সংসারে সমস্ত মানব জাতিকে আপনার মত মানুষের শরণাপন্ন হওয়া দরকার। 
             হে পরম আরাধ্য গুরুদেব, আপনার শুভ আবির্ভাব তিথি জয়যুক্ত হোক। ত্রিভুবনে সর্বত্র আপনার মহিমা কীর্তিত হোক। হে নিতাই কৃপা প্রদায়িনে আপনার প্রচারকার্যে সাহায্য করার জন্য আমি নিজেকে তৈরি করতে চাই, যা শুধু আপনার বিন্দু করুণা তেই সম্ভব। আপনার চরণপদ্ম যেন আমার মহা ঔষধ হয়। 
-ইতি আপনার সেবাকাঙ্খী 
নন্দিতা রেবতী দেবী দাসী