Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Sumadhura Priya Gopī devī dāsī (Mayapur - India)

নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে। 
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।। 
নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে। 
গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে।। 
জয় শ্রীল প্রভুপাদের জয়। 
হে পতিত পাবন গুরুমহারাজ 
আজ আপনার ৭২তম ব্যাসপূজা মহোৎসব উপলক্ষ্যে আপনার চরনে এই অধমের অনন্তকোটি দন্ডবৎ প্রনাম নিবেধন করছি। আজ এই মহান পূন্য কামদা একাদশী তিথিতে আপনি এই ধরাধামে আবিভূর্ত হয়েছেন। হে গুরুমহারাজ নিত্যানন্দ প্রভু যেভাবে প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছেন, ঠিক তেমনি আপনিও আমাকে রেখেছেন আপনার অশেষ করুনার শীতল ছায়ায়, আপনি ত মহান। আপনার গুনমহিমা বর্ননা করে শেষ করা যায় না। যদি আকাশকে কাগজ আর সমুদ্রকে কলম বানাই তবুও আপনার গুন মহিমা শেষ করা যায় না। আর আমারতো কোন যোগ্যতাই নেই। 
হে প্রভুপাদ প্রিয়জন আপনিত প্রভুপাদের কথা জীবন দিয়েও পালন করে যাচ্ছেন। অনেক প্রতিকুলতার মধ্য দিয়েও আপনি আপনার প্রচারে অটুট থেকেছেন, প্রভুপাদ আপনাাে যা কিছু করতে বলেছেন তা পালন করে এবং  করার মধ্যে দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। 
হে আচার্য আমার মত নগন্য জীব আর কিইবা আপনার গুনমহিমা করতে পারে। 
,তবুও একটু প্রচেষ্টা মাত্র। প্রভুপাদেের এবং পূর্ববর্তী আচার্যদের আকাঙ্খা, নির্দেশ এবং তাদের চরনকমলের সেবায় নিজেকে সুম্পর্ন রুপে উৎসর্গ করেছেন। 
হে পতিতপাবন আমার মত পাপিষ্ঠ নরাধমকে আপন্র চরনে কৃপা করে ঠাই দিয়েছেন। আমি আপনার নিজ কন্যাসম তাই অনেক কিছুই আমাকে দিয়েছেন। কিন্তু আমি অধম, পিতা হিসেবে কিছুই দিতে পারিনি।  হে করুনাময় আপনার দেওয়া আদেশ নির্দেশ কিছুই ঠিকভাবে পালন করতে পারছি না। আপনি ত আমার মনের অবস্থা সবই জানেন যেভাবে আমাকে আপনার চরণাশ্রয় রেখেছেন ঠিক সেভাবেই আমি যেন সারা জীবন ধরে থাকতে পারি।  এই কৃপা রাখবেন। গুরুমহারাজ আমার একটি মেয়ে আছরমে যা আপনার আর্শআর্শীবাদ স্বরুপ, ও যেন সর্বদা গুরু গৌরাঙ্গের সেবার নিয়োজিত থাকতে পারে, এই আর্শিবাদ করবেন। গুরুমহারাজ আমি যেন ভালো ভক্তি করতে পারি এই অধমের প্রতি এই কৃপাটুকু রাখবেন। কখনও যেন আমার মধ্যে গুরু- কৃষ্ণের বিস্মৃতি না ঘঠে এই আর্শিবাদ রাখবেন। সবসময় যেন গুরু গৌরাঙ্গের সেবায় নিজেকে সসর্পিত করতে পারি।  আমার অনেক ভুল হতে পারে ক্ষমা করে দিবেন।  
আপনার চরণাশ্রয় লাভের প্রত্যাশায় 
আপনার পারমার্থিক কন্যা 
সুমুধরা প্রিয় গোপী দেবী দাসী
অভয়নগর, শ্রীধাম মায়াপুর
+৯১৮৯১৮০৪৯৭৬৮