Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2021

Sumadhura Nandasuta dāsa (Durgapur - India)

হরে কৃষ্ণ গুরু মহারাজ

 

আপনার ৭২ তম ব্যাস পূজা উপলক্ষে আমার প্রণাম গ্রহণ করুন।

 

নমো ওঁ বিষ্ণুপাদায় পেষ্ঠায় ভূতলে

 

শ্রীমতে জয়পতাকা স্বামীন ইতি নামিনে

 

 নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে

 

 গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিনে।

 

  শ্রীল প্রভুপাদের জয়

       

    হে পতিতপাবন গুরুদেব  আপনার গুণগান আমি কোন দিন বলে শেষ করতে পারবো না এবং আমার এঁটো যোগ্যতাও নেই।  আমরা আপনার  ৭২ বছরে আপনার কীর্তিকলাপ দেখে অনেক কিছু শিখতে পারি।  আপনি শ্রীল প্রভুপাদের ইসকন জগতের একটা গুরুত্বপূর্ণ পিলার। তাছাড়া আপনি শ্রীল প্রভুপাদের জয়ের পতাকা এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত যিনি যে কোন অবস্থায়, যে কোনো স্থানে, যে কোনো সময় কৃষ্ণভাবনামৃত আন্দোলন জন্য প্রস্তুত এবং কখনোই যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যায় না।

       হে আমার পতিতপাবন গুরুদেব, আপনি নিত্যানন্দ প্রভুর কৃপা প্রদান করেন । আর এই নিতাই কৃপা ছাড়া সারা বিশ্বে গৌরাঙ্গের বার্তা পৌঁছানো সম্ভব না। আজ সারা বিশ্বে এটা বলতে অস্বীকার করবে না ।

             "  যদি গুরু মহারাজ না হইত তবে কি হইত  এই জীবনে  চলিত কিসে ,

                 শ্রীল প্রভুপাদের অপার করুণা কে দিত সকল দেশে। "

 

         হে আমার প্রাণপ্রিয় গুরু মহারাজ আমরা আপনার জীবন ধারার মাধ্যমে এটা শিখতে পারি যে শ্রীল প্রভুপাদ যেমন নিজের গুরুদেবের কথা মনে প্রাণে করে রেখেছিলেন । সেইরূপ আপনিও শ্রীল প্রভুপাদের  আদেশ মনেপ্রাণে করে রেখেছেন। এর থেকে আমরা বুঝতে পারি যে আপনি শুধু একজন শুদ্ধ ভক্ত বা প্রকৃত গুরু না তার সাথে সাথে আপনি একজন প্রকৃত শিষ্য ।

        তাছাড়া আপনার করুণার তো কোন প্রশংসাই আমার কাছে নেই। শ্রীল ভক্তিচারু স্বামী মহারাজ প্রভুপাদের কাছে চলে যাওয়ার পর। আমরা দেখেছি আপনি মহারাজের শিষ্যদের অনেক যত্ন নিয়েছেন। আপনি নিজের শিষ্য এবং মহারাজের শিষ্য মধ্যে কোন ভেদাভেদ করেননি। এই একই ঘটনা আমরা শ্রীল ভক্তি তীর্থ স্বামী মহারাজের দেহ রাখার পরও দেখতে পেয়েছি। 

         সেই ব্যক্তির আমি কি বা গুনোগান করব যে নিজেকে পুরোপুরি ভাবে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ  কাছে আত্মসমর্পণ করেছে। আমরা সবাই এটা দেখি যে কি করে একটা মানুষ মন,বুদ্ধি ও দেহ দিয়ে প্রচার করে। সেই ব্যক্তির গুনোগান কোনদিন শেষ হবে না যে ব্যক্তি একদিকে মহামারী করোনার সাথে যুদ্ধ করে অপরদিকে নিজের প্রচারকার্য চালিয়ে যাচ্ছে।  সেই ব্যক্তি গুনোগান কোনদিন শেষ হবে না যে ব্যক্তি নিজের শারীরিক অসুস্থতা থাকার শর্তেও গৌর পূর্ণিমাতে সারারাত প্রবচন দিকে থাকে। 

         হে নিতাই কৃপা প্রদায়িনে আজ আপনার ব্যাস পূজা শুভ দিনে আপনার কাছে অনুরোধ যে, আমি যেন কোনো দিন আপনার পাদপদ্ম থেকে বঞ্চিত না হয়। তাছাড়াও আমার সকল শিক্ষাগুরু এবং আমার খুব কাছের প্রিয়জনকে আপনি কৃপা প্রদান করুন। যাতে তারা আমাকে আরো ভালোভাবে ভক্তি জীবনে উন্নতি সাধন করতে পারে । কারণ শ্রীল প্রভুপাদ এবং আপনার কৃপার দাঁড়াই আমি তাদের পেয়েছি। গুরু মহারাজ আমি যদি কিছু ভুল বলে থাকি তো আমাকে আপনার অযোগ্য সন্তান ভেবে ক্ষমা করবেন। আর আমার আপনার কাছে শেষ এটাই অনুরোধ কৃপা করে আপনি নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখবেন। আপনি ছাড়া আমার আর কেউ নেই এই জগতে ।কারণ আপনি আমার জীবনের নায়ক। কৃপা করবেন যাতে  সারা জীবন আপনার ও  প্রভুপাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।

        

       --- ইতি 

      আপনার অযোগ্য ও অকাজের সন্তান

                                 সুমধুর নন্দসুত দাস

                                      দুর্গাপুর, ভারত