Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2018

Bhakta Das (Coimbatore - India)

নমো ওঁ বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।

নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা দামোধায় নগর গ্রাম তারিণে ।।

হে পরমারাধ্য গুরুদেব,

দয়া করে আপনার এই অধম পতিত সন্তানের বিনম্র ভক্তি পুন দণ্ডবৎ প্রণাম গ্রহণ করুন আপনি পরম দয়ালু তাই আপনি কৃপা করে আমাদের জড় জগতের বন্ধন থেকে মুক্ত করছেন শ্রীগুরুদেবের কৃপা ব্যতীত জীব কোন দিনই ভগবৎমূখী হতে পারে না শ্রীগুরুদেব আপনি ২৪ ঘন্টাই ভগবৎ সেবায় ব্যস্ত থাকেন কৃষ্ণসেবা ব্যতীত আপনি অন্য কোন কার্য্যে নেই তাই আপনার সেবাই আমাদের পরম স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ লীলা বিলাস যেমন অসীম আপনার অপ্রাকৃত কার্যকলাপও তেমনি অসীম অনন্ত, যা আমার এই জড় বুদ্ধি দিয়ে বিচার করতে পারিনা

যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরৌ

তস্যৈতে কাযহৎযাঃ প্রকাশন্তে মহাত্মনঃ।।

হে মনা গুরুদেব আপনি কৃপা পরায়ন হয়ে অপরকে ভগবৎ ভক্তি দান করেছেন আপনি আমাদের ভগবদ্ধামে নিয়েযেতে পারেন আপনারই করুনার ফলে আজ আমি জগন্নাথ, বলদেব সুভদ্রা দেবীর সেবা করার সুযোগ পেয়েছি

অন্য বাঞ্চা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম

অনুকুলে সবেন্দ্রিয় কৃষ্ণনুশীলন

অন্য সমস্ত বাসনা সমস্ত পূজা এবং কর্ম আপনার কৃপায় ত্যাগ করতে পেরেছি আপনার সেবার দ্বারাই প্রকৃত পক্ষে শ্রীকৃষ্ণের সেবা হয় তাই আমি যেন নিত্যকাল আপনার সেবা করতে পারি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় আপনি সমস্ত জীবদের উদ্ধার করার জন্য অবতীর্ন হয়েছেন আমাদের হৃদয়ে ভক্তিলতা বীজ প্রদান করে সেবা করার সুবুদ্ধি দেন

ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব

গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ

বহু ব্রহ্মাণ্ড ভ্রমন করে আজ আপনার শ্রীপাদপদ্মে এসেছি কৃপা করে আপনার শ্রীচরণে স্থান দিয়ে ভগবৎ সেবায় অধিকার প্রদান করুন

আপনার নিত্য সেবক

ভক্তদাস

কয়েম্বাতুর

 

Bhakta Das(Diksa),
Coimbatore, India