Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2023

সদগুণ বলভদ্র দাস (Sadguṇa Balabhadra Dāsa)  (Bangladesh-Dhaka - Bangladesh)

হরে কৃষ্ণ গুরুমহারাজ, আপনার চরণ কমলে আমার স্বশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করি। আপনার জয় হোক। শ্রীল প্রভুপাদের জয় হোক। 

 

আমি জানি না আপনার গুণমহিমা কিভাবে ভাষায় বা লিখে ব্যক্ত করা সম্ভব আমার মতো একজন সাধারণ শিষ্যের। 

 

আমার মনে আছে আমি যখন হাইস্কুলে পড়ি তখন আমার এক বন্ধুর অনুরোধে টাংগাইলে পৌর উদ্দান ও বড় কালীবাড়ি অনুষ্ঠিত হয়, যা আমার জীবনে  ইসকনের প্রথমবার গুরুমহারাজের দর্শন লাভ করি যা আপনি অনেক বিদেশী ভক্তদের সহিত টাংগাইলে আসেন। 

 

গুরুদেব

আমি বহুদিন পর ২য়বার সাক্ষাৎ লাভ করি ঢাকা স্বামীবাগ আশ্রম আর ৩য়বার শ্রীধাম মায়াপুর ২০১৯ সালে। তারপর ২০২১ সালে চরণাশ্রয় করার সুযোগ হয় যা পরবর্তীতে ২০২২ সালে ৯ই আগস্ট পুণ্ডরীক ধামে আপনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করেছেন এবং নাম দিয়েছেন সদগুণ বলভদ্র দাস। 

 

আপনার নিকট আর্শীবাদ প্রার্থনা করছি যাতে আমি একজন প্রকৃত ভালো হয়ে উঠতে পারি। আপনার পদাঙ্ক অনুসরণ করতে পারি। 

 

আপনার অযোগ্য শিষ্য
সদগুণ বলভদ্র দাস (দীক্ষা) 
টাংগাইল, ঢাকা, বাংলাদেশ