Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

Ānandamayī Kalāvatī devī dāsī (Narayanganj - Bangladesh)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে
নমো
আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে
গৌরকথা
ধামদায় নগরগ্রাম তারিণে।।

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে
নমস্তে
সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে
নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে।।

হৃদয়ের রাজ গুরু মহারাজ,

আপনার ৭৫তম ব্যাসপূজা মহা মহোৎসব জয়যুক্ত হোক আপনার ব্যাসপূজার এই পরম মঙ্গলময় তিথিতে আপনার শ্রীচরণকমলে আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন জয় শ্রীল প্রভুপাদ!

আপনার মহিমা বর্ণন করতে গিয়ে বারংবারইঅহৈতুকী করুণাশব্দটি মাথায় আসছে আমার ব্যক্তিগত জীবনের দিকে তাকালে তাই দেখতে পাই - আপনি অহৈতুকী করুণা পরবশ হয়ে আমার জীবনে এসেছেন এবং আমার মতো এক জঞ্জালকে আপনার চরণে স্থান দিয়েছেন শিষ্য হিসেবে আপনাকে সন্তুষ্ট করার মতো কিছুই কখনও করিনি; না আছে আমার সাধনা, না আছে আচার-প্রচার, তবুও আপনি কখনও আমাকে ছেড়ে দেননি একজন পিতা যেমন তার অবাধ্য, দুর্বল সন্তানকে কখনও ফেলে দেন না, বরং সবসময় তারও ভালো চিন্তা করেন, আপনিও তেমন আমার জন্য প্রতিটি মুহূর্তে কষ্ট পাচ্ছেন কিন্তু কখনও আমাকে দূরে ঠেলে দেননি, বরং আমার জন্য সর্বোত্তম ব্যবস্থা সঙ্গের আয়োজন করেছেন

আমার বাস্তবিকই কোন যোগ্যতা নেই কিন্তু আপনি আমাকে আপনার সেবায় যুক্ত হবার দুর্লভ সুযোগ প্রদান করেছেন গুরু মহারাজ, আপনার প্রতি চির ঋণী আমি আমার এই অর্থহীন জীবনে আপনি প্রকৃত অর্থ দান করেছেন আর আপনি কেবল আমাকে সুযোগ বিশেষ নির্দেশনা দিয়েছেন তাই নয়, তার পাশাপাশি আপনি শক্তি সঞ্চার করছেন সেই সেবা সম্পাদনের আমি মূর্খ বারংবার জড় সুখভোগের প্রলোভনে লালায়িত হয়ে নিজের মহা সৌভাগ্যকে পায়ে ঠেলে চলে যাই, কিন্তু আপনি কোন না কোনভাবে আমাকে ফিরিয়ে আনেন

কিছুদিন পূর্বে শ্রীমদ্ভাগবত অধ্যয়ন করতে গিয়ে একটি শ্লোক অধ্যয়ন করলাম শ্রীমদ্ভাগবতের (১১. ২৬. ৩২) শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন, “জাগতিক জীবনের ভয়ঙ্কর সমুদ্রে যারা বারবার পতিত এবং উত্থিত হচ্ছে তাদের সর্বশেষ আশ্রয় হচ্ছে পরমজ্ঞাননিষ্ঠ, শান্ত ভগবৎ ভক্তগণ এইরূপ ভক্তগণ ডুবন্ত মানুষদের উদ্ধার করতে আসা একখানি শক্তিশালী নৌকার মতোনিঃসন্দেহে আমাকে উদ্ধার করতে আসা শ্রীল প্রভুপাদ প্রেরিত সেই শক্তিশালী তরণীটি আপনি গুরুদেব, সেই তরণীটি আঁকড়ে ধরে থাকাই যেন আমার জীবনের একমাত্র লক্ষ্য হয়

হে প্রভুপাদগত প্রাণ,

শ্রীল প্রভুপাদের প্রতিটি নির্দেশনা পালনে আপনি সদা প্রস্তুত শ্রীল প্রভুপাদের মনোভিলাষ অনুযায়ী বৈদিক তারামণ্ডল প্রদর্শনী তৈরি, মায়াপুরের উন্নয়ন, সারস্বত পরিবারকে একত্রিত করা, অসীমহারে প্রচার করা ইত্যাদি সবই আপনি চালিয়ে যাচ্ছেন আপনি শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন কিন্তু বাদ দেন না কোন মিটিং, একইসাথে অংশ নেন একাধিক মিটিংয়ে হাসপাতালে হোক, সুইমিং পুলে হোক, বিমানবন্দরে হোক কিংবা কোন উদ্বোধনী অনুষ্ঠানে হোক, আপনার কানে লাগানো হেডফোন, চালিয়ে যান মিটিংয়ে অংশগ্রহণ সেখানে মতামত প্রদান এই হলো শ্রীল প্রভুপাদের প্রতি আপনার সমর্পণ সেদিন আপনি বলছিলেন, প্রভুপাদ যেভাবে চেয়েছেন ঠিক সেইভাবে বৈদিক তারামণ্ডল প্রদর্শনী প্রস্তত করতে যদি আপনাকে দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষাও করতে হয়, তবে আপনি তাই করবেন আপনার সম্পূর্ণ জীবন শ্রীল প্রভুপাদের প্রতি আত্মসমর্পণের মূর্তিমন্ত প্রকাশ

হে শ্রীচৈতন্য মহাপ্রভুর নিজজন,

সারাদিনের ব্যাপক ভ্রমণ, যাত্রা, ক্লান্তি কোন কিছুই আপনাকে থামাতে পারে না ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনে আমি সারাদিন ইন্দ্রিয় তৃপ্তিতে রত থেকে প্রবচনে অংশ নিতে না পারলেও আপনি কখনও বন্ধ করেন না প্রবচন প্রদান শারীরিক এত ক্লান্তি, প্রতিকূলতার মাঝেও উচ্চৈঃস্বরে গর্জন করে ওঠেন, ‘গৌরাঙ্গ নিত্যানন্দবলে প্রবচন প্রদান করতে করতে অঝোরে জল ঝরে আপনার দুচোখ দিয়ে পঞ্চতত্ত্ব মহাভিষেকের এক কোণায় বসে আস্বাদন করেন ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভুর বিশেষ কৃপা কখনও ক্লান্তিতে আপনার চোখ বন্ধ হয়ে আসে, কথা বলতে গিয়ে বারংবার কাশতে হয়, দীর্ঘ মিটিংয়ের পরেও রাতের প্রসাদ পর্যন্ত না পেয়ে ঘণ্টা পর্যন্ত আপনি বর্ণনা করে চলেন মহাপ্রভুর বিশেষ করুণার কথা, আপনার বিশেষ উপলব্ধির কথা

হে অধম জনার বন্ধু,

আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্ত প্রদান করেছেন ভক্তদের যত্ন নিতে যত ব্যস্ততম দিনলিপি, যত অসুস্থতাই থাকুক না কেন তা কখনও আপনাকে আটকাতে পারে না ভক্তদের পাঠানো চিঠির উত্তর দিতে ওয়াশরুমে, গাড়িতে, এমনকি পুল থেরাপি নিতে যাওয়ার এই স্বল্প সময়েও আপনি চিঠির উত্তর দিতে, ভক্তদের আশীর্বাদ করতে ব্যস্ত আমার মতো তুচ্ছ কীটের অপ্রয়োজনীয় কোন ইমেইলের উত্তর দিতেও আপনি কখনো ভোলেন না আপনি কখনও কাউকে নিরাশ করেন না প্রতি মাসিক বার্তা পাঠাতে আপনাকে কত কষ্ট করতে হয় এমনকি হাসপাতালে শুয়েও আপনি আমাদের জন্য তৈরি করেন প্রতি মাসের বার্তা, পাঠান প্রতিদিনের অ্যাপ বার্তা প্রসাদ পেতে পেতেও দেখেন ভক্তদের পাঠানো প্রচার প্রতিবেদন নিজে ক্লান্ত হওয়া সত্ত্বেও ভক্তদের ভক্তি ভিটামিন সুনিশ্চিত করতে প্রদান করেন দীর্ঘ প্রবচন আপনার সেবকেরা আপনাকে অনুরোধ করতে থাকেন রাতের প্রসাদ পেতে যাবার জন্য, অথচ আপনি তখনও উত্তর দিয়ে চলেন ভক্তদের মনের যেকোন সংশয়ের, যেকোন প্রশ্নের নিজে সুস্থ অনুভব না করা সত্ত্বেও ভক্তদের জন্মদিনের কেক কাটা হোক কি ভক্তদের মায়াপুরে স্বাগত জানানো হোক, কোনকিছুতেই আপনার উৎসাহের কমতি নেই

হে আদর্শ শিক্ষক,

প্রতিটি ক্ষেত্রে আপনি নিজ আচরণের মধ্য দিয়ে শিক্ষা দিয়ে চলেছেন এত ব্যস্ততার মাঝেও আপনি ভক্তদের শ্রীল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়নের গুরুত্ব বোঝাতে নিজে প্রত্যহ শ্রীমদ্ভাগবত অধ্যয়ন করেন আপনি ইতিমধ্যেই বহুবার এই গ্রন্থাবলি অধ্যয়ন করেছেন কিন্তু তবুও আপনি ইসকন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত সম্মানসূচক ডিগ্রি প্রত্যাখ্যান করে অধ্যয়ন করে পরীক্ষা দিয়ে অর্জন করেছেন ভক্তিবেদান্ত ডিগ্রি এখন আপনি ভক্তিসার্বভৌম কোর্স করার কথা ভাবছেন!

হে নিতাইকৃপাপ্রদায়িনে,

নিত্যানন্দ প্রভু যেমন কোন রকম যোগ্যতা বিচার না করে জগাই মাধাইকে পর্যন্ত উদ্ধার করেছেন, শ্রীল প্রভুপাদও ঠিক সেইভাবে দেশে বিদেশে ঘুরে সমস্ত জগাই মাধাইকে উদ্ধার করেছেন আর শ্রীল প্রভুপাদের সেই কৃপা আপনি আরও অনেক অনেক বদ্ধজীবেদের কাছে পৌঁছে দিচ্ছেন আপনার কৃপাকটাক্ষ, আপনার মধুময় হাস্যই কত জীবেদের ভক্ত করে দিচ্ছে! বদ্ধজীবেদের প্রতি আপনার অনুকম্পাবশত আপনি নিজ আবাস মায়াপুর ছেড়ে বারংবার দেশে, বিদেশে, নগরাদি গ্রামে, এমনকি হাসপাতালেও ছুটে বেড়ান আপনি হাসপাতালেও যান সেখানকার লোকেদের প্রকৃত রোগ ভবরোগের চিকিৎসা করতেপ্রতি নগরাদি গ্রামনামক আপনার প্রাত্যহিক ডায়েরিতে পড়ছিলাম কিভাবে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য বিশ্বের প্রতিটি স্থানে আপনি ঘুরে ঘুরে প্রচার করেছেন অসংখ্য নির্ঘুম রাত কাটিয়েছেন, ঘুম বিশ্রাম আপনার কাছে সময়ের অপচয় আপনি রাতে ক্লান্ত বোধ করে না, আপনার সেবকেরা আপনাকে মনে না করিয়ে দিলে আপনার ঘুমোতেও মনে থাকে না

হে মায়াপুরের প্রাণ,

মিলওয়াকি থেকে মায়াপুরগ্রন্থ থেকে আপনার জীবনীর খানিক ধারণা পেয়েছি আপনার আরামদায়ক জীবনযাত্রা ত্যাগ করে আপনি শ্রীধাম মায়াপুরকে গড়ে তুলতে কত ধরনের কষ্টই না স্বীকার করেছেন মায়াপুরে জমি চাষ, মশার কামড়, সাপের উপদ্রব, ভবন নির্মাণ, ডাকাতের উৎপাত, বন্যা কত কিছুই না আপনি মোকাবিলা করেছেন অথচ আপনি শ্রীল প্রভুপাদকে জিজ্ঞেস করছিলেন, মায়াপুরের প্রতি আপনি যে আসক্ত তা সঠিক কিনা শ্রীপাদ শ্রুতকীর্তি প্রভুর ‘What is the difficulty’ গ্রন্থে পড়ছিলাম, অনেক বিদেশী ভক্তরাই ভারতীয় পরিবেশের সাথে খাপ খাওয়ানোর ভয়ে ভারতে আসতে চাইতেন না সেখানে আপনি এত অসুবিধার মধ্যেও মায়াপুরের প্রতি আসক্তি অনুভব করছিলেন, এখান থেকেই বোঝা যায় আপনি আসলে মায়াপুরেরই আপনি আসলে মিলওয়াকি থেকে মায়াপুরে আসেননি আপনি সবসময়ই শ্রীধাম মায়াপুরেরই

গুরুভ্রাতাদের সুহৃদ,

আপনি সর্বদা আপনার গুরুভ্রাতাদের সাথে কতটা সহযোগিতাপূর্ণ বন্ধুভাবাপন্ন আপনার গুরুভ্রাতাদের শ্রীমুখ থেকে যখনই শ্রবণ করি, তাঁরা সবসময় বলেন আপনি কখনও কারো সাথে বিবাদ করেন না শ্রীল প্রভুপাদ যেমনটা বলেছেন, তাঁর অপ্রকটের পর তাঁর প্রতি ভালোবাসা প্রদর্শিত হবে সকলের সহযোগিতার মাধ্যমে আপনি তাই করেন সবসময় আমরা এখনও দেখি মায়াপুরে এখন আপনার গুরুভ্রাতারা প্রবচন প্রদান করছেন আপনি প্রতিদিন সমস্ত প্রবচনে অংশগ্রহণ করছেন

হে পরম করুণাময় পিতা,

আপনি গুণনিধি আপনার গুণমহিমা পর্যাপ্তরূপে বর্ণনের শক্তি আমার নেই আমার এতই দুর্দৈব যে, আপনার পারমার্থিক কন্যা হওয়ার এই দুর্লভ সুযোগের যথাযথ সদ্ব্যবহার আমি করতে পারছি না বারংবার আপনি আমাকে বিষ্ঠাভোজী শূকর জীবন থেকে টেনে নিয়ে আসছেন কিন্তু আমি বারংবার জড় লাভ, পূজা, প্রতিষ্ঠারূপী বিষ্ঠার দিকে এগিয়ে চলছি জড়জগতের প্রতি এখনও আমার আসক্তি ছোটাতে পারছি না কৃষ্ণে মন লাগাতে পারছি না আপনাকে শ্রীল প্রভুপাদের সেবায় সাহায্য করতে পারছি না আমার মতো নরাধম দিনের পর দিন আপনার উপর কেবল বোঝাই বাড়াচ্ছি

হে করুণাময় গুরুদেব,

আপনি ইতিমধ্যেই না চাইতেই আমাকে শ্রেষ্ঠ আশীর্বাদ প্রদান করেছেন এবং নির্দেশনাও প্রদান করেছেন করুণা করুন আপনার সেইসব নির্দেশনা যেন আমি যথাযথভাবে পালন করতে পারি আপনি মূলত আমাদের কাছ থেকে যা চান তা হলো আমরা যেন সর্বক্ষণ কৃষ্ণভাবনাময় থেকে এই জন্মেই ভগবদ্ধামে ফিরে যেতে পারি গুরু মহারাজ, আমাকে করুণা করুন যেন আর হেলায় সময় নষ্ট না করে আমার এই মানব জন্মের দুর্লভ সুযোগকে কাজে লাগিয়ে কৃষ্ণপ্রেম লাভ করতে পারি অন্যদেরও সহায়তা করতে পারি আমাকে শক্তি দিন যেন আমি আপনাকে শ্রীল প্রভুপাদের সেবার সর্বতোভাবে সহায়তা করতে পারি আপনাকে সন্তুষ্ট করতে পারি

আপনার নিত্যসেবক হওয়ার আকাঙ্ক্ষী

আপনার সবচেয়ে অযোগ্য কন্যা,

আনন্দময়ী কলাবতী দেবী দাসী (দীক্ষা)

নারায়ণগঞ্জ, বাংলাদেশ