Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2024

- (Narayanganj - Bangladesh)

 নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে

            শ্রীমতে জয়পতাকা স্বামীন্ ইতি নামিনে।

            নমো আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে

            গৌরকথা ধামধায় নগরগ্রাম তারিণে৷৷

 

 

প্রিয় গুরুমহারাজ,

হরেকৃষ্ণ।আপনার শ্রীচরণে আমার প্রণাম গ্রহন করুন।আপনার শরীর কেমন আছে?

 

 

আপনি এতো অসুস্থ হয়েও আপনার গুরুদেব শ্রীল প্রভুপাদের সকল আদেশ গুলি পালন করছেন। আমিও এরকম আপনার মতো শ্রীল প্রভুপাদের ও আপনার সেবা করতে চাই।

 

 

আমি ২০২৩ সালে শ্রীধাম মায়াপুরে সরাসরি আপনার পাদপ্রক্ষালন দর্শন করি।এই প্রথম আপনার ব্যাসপূজাতে আমি মায়াপুর ধামে ছিলাম।অনেক আনন্দ হয়েছিলো।২০২৩ সালের সবচেয়ে সুন্দর দিনটি ছিল আপনার ব্যাসপুজা।

 

 

যখন আমি মায়াপুরে গিয়েছিলাম তখন আমি নৃসিংহদেব এর চরণের পুষ্প সংগ্রহ করতাম আপনাকে দেওয়ার জন্য।আপনি যখন সুইমিংপুলে থেরাপি নিতে যেতেন তখন আপনি ফেরার পথে ঐ সংগ্রহ করা পুষ্প আমি আপনাকে দিতাম।আপনার হাত উঠাতে কষ্ট হতো তবুও আপনি তা নেওয়ার জন্য আপনার হাতটি বাড়িয়ে দিতেন।আমাদের মায়াপুর থাকতে খুবই ভালো লাগে।আমরা শ্রীধাম মায়াপুরে থাকতে চাই।

 

 

হে গুরুমহারাজ,

আমাকে আর্শীবাদ করুন আমি যেন সবসময় ইসকনে থাকতে পারি।আমি যেন জপ করতে পারি।গুরুজনদের শ্রদ্ধা করতে পারি।আপনাকে আমি অনেক ভালোবাসি।আপনি সবসময় আমাদের সাথে থাকুন।

 

 

আপনার ছোট্ট সেবিকা

বিজয়া দাসী  (শুভাকাঙ্ক্ষী)

নারায়ণগঞ্জ, বাংলাদেশ।