হরে কৃষ্ণ
দণ্ডবৎ প্রণাম গুরুমহারাজ আপনার শ্রীচরণ কমলে ।
আপনার ৭২ তম শুভ আবির্ভাব তিথি জয়যুক্ত হোক।
জয় শ্রীল প্রভুপাদের জয়।
নমো ওঁবিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায়া ভূতলে।শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।। নমো আচার্য্যপাদায় নিতাইকৃৃৃপা প্রদায়িনে।গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে ।।
গুরুমহারাজের মহিমা কীর্তন করার মতো কোনো যোগ্যতা এই অধমের নাই। তবুও গুরুমহারাজ ও সকল বৈষ্ণববৃন্দের আশীর্বাদ প্রার্থনা করে ব্যাসপুজার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি।
আমার কাছে শ্রীল গুরুমহারাজ ভগবানের এক দূতস্বরূপ।ইসকন প্রতিষ্ঠাতা আচার্য্য শ্রীল প্রভুপাদের চাক্ষুষ সান্নিধ্য লাভের সৌভাগ্য আমার হয়নি, কিন্তু ওনার সুযোগ্য শিষ্য শ্রীল গুরুমহারাজের দর্শন ও বাণীর মাধ্যমে সন্তুষ্ট হতে পারি। গুরুমহারাজের বৈষ্ণবীয় আচরণ, শ্রীল প্রভুপাদ ও মহাপ্রভুর প্রতি গভীর নিষ্ঠা এবং শিষ্যদের প্রতি যত্নশীলতা আমাকে খুবই আকৃষ্ট করে এবং ভক্তিজীবনে অনুপ্রাণিত করে।
মূলত গুরুমহারাজের বাণীর মাধ্যমেই আমি ওনার সান্নিধ্য অনুভব করি। জীবনের প্রতি পদক্ষেপে, পারমার্থিক হোক আর জাগতিক হোক সকল সমস্যার তৎক্ষনাৎ সমাধান গুরুমহারাজের বাণী। আমার তো মনে হয় আমার মতো বদ্ধ জীবকে উদ্ধার করার জন্যই বাণীগুলো লিখিত। পরম করুণাময় নিত্যানন্দ প্রভুর অসীম কৃপা প্রদান করার জন্যই ওনার আগমন। নিত্যানন্দ প্রভু যেমন সবাইকে অকাতরে প্রেম প্রদান করেছেন, তেমন গুরুমহারাজ নিজে বহুকষ্ট স্বীকার করেও বদ্ধ জীবদের - পতিতদের উদ্ধারকার্যে রত। তাই তো তিনি "নিতাইকৃৃৃপা প্রদায়িনে"।
জয় পতিতপাবন গুরুমহারাজের জয়।
তবে আমি ব্যক্তিগতভাবে গুরুমহারাজের কাছে ক্ষমাপ্রার্থী ওনার উপদেশসমূহ সঠিকভাবে পালন করতে পারছি না, গুরুমহারাজের চরণে অনেে অপরাধ করছি। গুরুমহারাজ দয়া করে এই অযোগ্য চরণাশ্রিত দাসের ভুলত্রুটি অপরাধ মার্জনা করে কৃপা-আশীর্বাদ করে আপনার শ্রীচরণে স্হান প্রদান করেন।
জয় পতিতপাবন গুরুমহারাজ ।
জয় শ্রীল প্রভুপাদ ।
জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ ।
-- আপনার অযোগ্য চরণাশ্রিত শিষ্য সৌরভ শেঠ ।