Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2022

Antu Dutta (Dhaka - Swamibag - Bangladesh)

শ্রীশ্রীগুরুগৌরাঙ্গৌ জয়তঃ

নম ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।

শ্রীমতে জয়পতাকা স্বামীনিতি নামিনে।।

নমঃ আচার্যপাদায় নিতাইকৃপা প্রদায়িনে।
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।
নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে।
শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীনিতি নামিনে।।

নমস্তে স্বারস্বতে দেবে গৌরবাণী প্রচারিনে।
নির্বিশেষ-শূন্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে।।

পতিতপাবন শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ এর ৭৩ তম শুভ আবির্ভাব তিথি ও ব্যাসপুজা মহোৎসব জয়যুক্ত হোক। এই শুভক্ষণ উপলক্ষে, গুরুমহারাজের চরণাশ্রিত দীন সেবক এর আপনার চরণে ক্ষুদ্র নিবেদনঃ

মোর সম পতিত প্রভু, না পাইবে আর

হে গুরুমহারাজ,

বৈষ্ণব’মুখে শুনেছি- পুরাকালে শিষ্যরা তাঁদের গুরুদেবের কাছে গিয়ে গুরুকূলে অবস্থানপূর্বক ভক্তিজীবনের শিক্ষা গ্রহণ করতেন। গুরু শিষ্যের এই শিক্ষা নিয়ে নিয়ে কত কত মধুর লীলাই না আছে। তাঁরা গুরুদেবের বপু-সেবা ও বাণীসেবার মাধ্যমে শরণাগতি প্রাপ্তির চেষ্টা করতেন। বিনম্রতার সহিত সেবাকার্যে গুরুদেবকে সাহায্য করে যোগ্য শিষ্যগণ ভগবত-প্রশ্ন করার মাধ্যমে গুরুমহারাজের সন্তুষ্টি বিধান পুর্বক ভক্তিরসামৃত আস্বাদন করতেন। অথচ, জন্মজন্মান্তরের অর্জিত অসীম পাপরাশির ভারে ভারাক্রান্ত আমি এমন এক যুগে আপনার দর্শন পেয়েছি যখন সে সুযোগ আর নেই। তবে, এর জন্য তিলার্দ্ধ দুঃখ আমার মনে নেই। কেননাঃ আপনার কৃপায় আমি আপনার প্রতিনিধি হিসেবে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, আমার শিক্ষাগুরুকে পেয়েছি। আপনার সেবায় এমন অহৈতুকি ও অপ্রতিহত ভাবে যুক্ত আপনার অগ্রগণ্য শিষ্যকে আমার মত নরাধমের জন্য প্রেরণ করে আপনি আমার উপর যে কৃপাবারী বর্ষিত করেছেন তা নেহায়েত আপনার করুণা ভিন্ন অন্য কিছু নয়। অথচ, আমি এত সহস্র ছিদ্রযুক্ত পাত্র যার সেই কৃপা ধারণের কোন ক্ষমতা নেই। আমাকে ক্ষমা করুন।

হে প্রভুপাদ সেবক,

আপনি শ্রীলপ্রভুপাদের সেই অগ্রগণ্য সেনাপতি যিনি প্রচারার্থে অসহ্য পীড়াকে মহাদেবের হলাহল পানের মত করে সহ্য করে চলেছেন, যার বেশিরভাগের জন্য দায়ী একমাত্র আমি। আমার শিক্ষাগুরু তাঁর প্রতি শিখনেই উল্লেখ করতেন, “গুরুমহারাজের হৃদয়কে অনুধাবন করার চেষ্টা কর। তুমি কতটুকু তা করতে পারছ, তাঁর উপর নির্ভর করবে তুমি কতটা ভাল ভক্তিজীবন পালন করতে পারবে, কিংবা আদৌ ভক্তি জীবন পালন করতে পারবে কিনা।” আমি অবাক হয়ে যাই গুরুমহারাজঃ যার শিষ্য এতটা উন্নত চেতনার অধিকারী, সহনশীল ও জয়পতাকাগতপ্রাণ, তিনি নিজে কতটা প্রভুপাদ্গত প্রাণ! অথচ, আমি সেই কীট, যে কিনা নিয়ত তাঁর আশা-আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে তাঁর চরণে তথা আপনার চরণে অপরাধ করেই চলেছি।

হে পতিতপাবন,

আপনাকে আমি স্বচক্ষে দেখেছি শুধুই একবার, তাও দূর থেকে। আপনার সুযোগ পেলেই “গৌরাঙ্গ” বলে হুঙ্কার করার প্রত্যয় সেইবার আমার হৃদয় বিদীর্ণ করেছিল। কিন্তু এই হৃদয় এতই পাষাণ যে, আপনার গৌরাঙ্গ নামরুপ লাঙ্গলের কর্ষণ সত্ত্বেও তাতে হরিনামের ভক্তিলতা বীজ জন্মায় নি। আমার শিক্ষাগুরু আমাকে বারংবার বলতেন, “গুরুমহারাজ এর অমৃতবাণী হৃদয় দিয়ে শ্রবণ কর। তোমার যদি সবটা মনে নাও থাকে, তথাপি তুমি যদি মন দিয়ে শ্রদ্ধার সহিত গুরুমহারাজের মুখনিসৃত পদ্মবাক্য শ্রবন কর। তা হলেই ঠিক সময়ে তা তোমার মনে পড়বে।” কিন্তু হে গুরুমহারাজ, আমি জগাই মাধায়ের চাইতেও সেই নিম্নযোনীজাত কুকুর, যার পাপ কার্যের সময় তা মনে পড়েও কোন অনুভূতি জাগে না। দুষ্কৃতির পরে মিছে মায়ায় কিয়দক্ষণ এর অস্থায়ী আফসোসেই তা প্রতিনিয়ত পর্যবাসিত হয়।

হে নিতাইকৃপা প্রদানকারী,

আমি সেই আপনার সেই কুলাঙ্গার পুত্র যার আপনার মহিমা অনুধাবনেরই কোন যোগ্যতা নেই, মহিমা বর্ণন তো দুরের কথা। তাই, আপনার এই ৭৩ তম ব্যসপুজার মহালগ্নে আমার একমাত্র নিবেদন- আপনার অসুস্থ লীলার মাধ্যমে আপানি যেভাবে আমাদের স্তিমিত ভক্তিশিখায় ঘৃত প্রদান করে থাকেন, ঠিক সেইভাবে প্রত্যক্ষরুপে আমার শিক্ষাগুরুকে তাঁর জীবনের নতুন আশ্রমে ভক্তিজীবন পালনে ততটাই সহায়তা করুন, যেন তাঁর সর্বদাই আপানর মহিমা ও আপানকে মনে থাকে এবং কখনোই যেন তিনি আপনাকে না ভুলে যান।

জয় পতিতপাবন শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ।

জয় শ্রীল প্রভুপাদ।

বিনীত নিবেদক,
অন্তু দত্ত
জগন্নাথ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।