Check to restrict your search with:
Menu

Vyāsa-pūjā 2025

Īśvara Purī Sevaka Dāsa (Mayapur - India)

নমো ওঁ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে
শ্রীমতে জয়পতাকা স্বামীনীতি নামিনে।
নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌরকথা ধামদায় নগরগ্রাম তারিণে।।

জয় জগদগুরু শ্রীল প্রভুপাদের জয়। জয় পতিতপাবন গুরুমহারাজের জয়।

আমি জানি আমি অতি মূর্খ। জ্ঞান নেই, বুদ্ধি নেই, ভক্তি নেই - আমার কোন শক্তি নেই আপনার মতো একজন মহাত্মার মহিমা কীর্তন করার। কেবল আপনার কৃপাতেই আপনার গুণমহিমা কীর্তন করার দুঃসাধ্য কার্য সম্পাদন করার প্রয়াস করছি মাত্র।

হে পরমদয়ালু পিতা,

আমি নিশ্চিতরূপে বলতে পারি যে আপনি আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। কারণ আমি এত বড় পাপী, অপরাধী, পতিত, মূর্খ, অবাধ্য, ভক্তিহীন এবং সকল অযোগ্যতার বিশেষণে ভূষিত তারপরেও আপনি আমায় ত্যাগ না করে আপনার উষ্ণ ভালোবাসা ও পরম স্নেহে আমায় আগলে রেখেছেন। আমার সকল অযোগ্যতা ও মূর্খতা সত্বেও আপনার এই দয়ার্দ্র স্নেহ ও ভালোবাসা তা কেবলই আপনার নিষ্কপট, নির্ঝঞ্ঝাট এবং অকৃপণ করুণার বহিঃপ্রকাশ। আপনার এই উদার ও অকৃত্রিম করুণা থেকে বঞ্চিত হলে আমি নিঃসন্দেহে মহাকালের অতল গহ্বরে হারিয়ে যেতাম। এইজন্য আমি আপনার শ্রীচরণযুগলের প্রতি অনন্তকালের জন্য ঋণী।আপনার শুভ আবির্ভাব তিথিতে আমি আপনার কাছে কেবল এই মিনতি করি যে আপনার এই স্নেহাশিস যেন আমায় জন্মে জন্মান্তুরে আপনার শ্রীচরণকমলের দাসানুদাসদের সেবা করার সৌভাগ্য প্রদান করে। হে পতিতপাবন গুরুমহারাজ, আমার সকল অযোগ্যতা কেবল আমারই পূর্বকৃত পাপের ফল। আর আমার যদি কোন যোগ্যতা থেকে থাকে তা কেবল আপনারই করুণা। আপনি কৃপাপূর্বক আপনার এই অধম ও পতিত সন্তানকে আপনার শ্রীচরণকমলের ধূলিকণা হিসেবে গ্রহণ করুন। কৃপা করে আমায় আর্শিবাদ করুন আমি যেন শ্রীশ্রীরাধামাধব, শ্রীশ্রীপঞ্চতত্ত্ব, শ্রীশ্রীপ্রহ্লাদনৃসিংহ, শ্রীল প্রভুপাদ, গুরুপরম্পারার প্রেমময়ী নিত্যসেবার যোগ্যতা অর্জন করতে পারি। পবিত্র শ্রীহরিনামে আমার যেন রুচি জন্মায় এবং সেবা করে শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করতে পারি।

পতিতপাবন গুরুমহারাজের শুভ ৭৬তম ব্যাসপূজা জয়যুক্ত হোক।

ঈশ্বরপুরী সেবক দাস (দীক্ষা)

শ্রীমায়াপুর, ভারত