হরে কৃষ্ণ আমার প্রিয় মহারাজ
আপনার শ্রী চরণ এ আমার স্বশ্রদ্ধ দণ্ডবত প্রণাম
আপনার ৭৬ তম আবির্ভাব তিথি উপলক্ষে আমি রাধামাধব, শ্রী পঞ্চত্ত্ব, শ্রী প্রহ্লাদ নরসিংহ দেব এর কাছে এই ধরাধামে আপনার দীর্ঘ আয়ু কামনা করি | আমার মতো কপট হৃদয়যুক্ত জীব এর হৃদয় থেকে আপনার মতো পরম বৈষ্ণবের গুণমহিমা কীর্তন করার যোগ্যতা নেই। আমি খুব আশ্চর্যবোধ করি আপনার শরীরের এমন প্রতিকূল অবস্থাতেও আপনি চৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করার জন্য এবং আপনার গুরুদেব শ্রীল প্রভুপাদ এর আদেশ শিরোধার্য করে নিরলস ভাবে প্রচার করছেন। এটা সূচিত করে যে কোন সাধারণ মানুষ এর দ্বারা এমন সম্ভব নয় । আপনি মহাপ্রভুর নিত্য পার্ষদ । আপনি যেন এই ভাবেই বদ্ধ জীব দের প্রতি করুন করুন। আমার মতো অধম জীব এর প্রতি দয়া করুন , যেন আমিও শ্রীল প্রভুপাদ এর এই আন্দোলনে সহায়তা করত পারি । আমাকে কৃপা করুন , আমি যেন এই কৃষ্ণ ভাবনাময় আন্দোলন এর গুরুত্ব গম্ভীর ভাবে হৃদয়ঙ্গম করতে সক্ষম হয় এবং প্রচার করতে পারি।
এই অধম কে কৃপা করুন মহারাজ, হরে কৃষ্ণ।
আপনার দাস সাগর সাউ